v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-21 14:51:30    
প্রেমের গান

cri
    প্রতিটি শহরেরই নিজের প্রাণ স্পন্দন আছে। তার সঙ্গে জড়িয়ে রয়েছে শহরবাসীদের সকল আবেগ আর অনুভুতি। চীনের রাজধানী পেইচিংয়ের শহরবাসিদের হৃদয় জুড়েও রয়েছে পেইচিংয়ের প্রতি তাদের নিজস্ব অনুভুতি। ২০০৮ সালে পেইচিংয়ের একজন টগবগে তরুণ হাও ইউয়ুন 'পেইচিং পেইচিং' নামে একটি গান গেয়েছেন। তার গানের মধ্য দিয়ে পেইচিংয়ের প্রতিটি অধিবাসীর মনের কথা মূর্ত উঠেছে।

    গানের কথা এমনঃ 'তোমার মতো আর আমার মতো, উজ্জ্বল হাসির মধ্যেও যেন দুর্বল মন কখনো কখনো দেখা যায়। সুখের সাগরে বেদনার ঢেউও আছে। সে ঢেউয়ে তোমাকে দোলায়, আমাকেও দোলায়। ঠিক আমাদের মনের উচ্ছলতার মতো। এই দোদুল উচ্ছলতার মধ্যেই আমাদের সময়গুলো গানের মতোই ভেসে বেড়াচ্ছে। আমার অনেক গল্প আছে, আমি তোমাকে বলবো। এর মধ্যে আছে আনন্দ, আছে কষ্টের কথাও। পেইচিং আমাদের জীবনধারায় পরিবর্তন এনেছে।'

    চীনের 'হাজার মুখ' গায়িকা আতুও'র এপ্রিল মাসের শেষ দিকে একটি নতুন অ্যালবাম প্রকাশিত হবে। এ নতুন অ্যালবামের মধ্যে 'প্রেমের গান' নামের একটি গান এই বছরের প্রথম দিক থেকেই জনপ্রিয়তার তুঙ্গে থেকে চীনের টপ টেন তালিকায় স্থান করে নিয়েছে। তা থেকে বুঝা যায়, এই গানটি সবার কাছে প্রিয়। আতুও নিজেই এই গানের কথা লিখেছেন এবং সুর দিয়েছেন। এ গানে একজন দক্ষিণ কোরিয় ছেলের সঙ্গে তাঁর অস্পষ্ট প্রেমের বর্ণনা করেছেন নিখাদভাবে। আতুও তার সরল ভাষায় গানে মিষ্টি ও রোমান্টিক ছন্দের সৃষ্টি করেছেন। প্রেমিকের গভীর ভালোবাসার কথাগুলো আতুওয়ের কন্ঠের সুর আর কথামালার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।

    বন্ধুরা, আতুওয়ের প্রেমের গান শুনানোর পর আমি আপনাদের চীনের মূলভূভাগের গায়ক গুয়ান চেনের গাওয়া 'ফুলের মতো সুন্দর সময়' গানটি শোনাবো। 'ফুলের মতো সুন্দর সময়' গানটিতে চীন ও পশ্চিমা সংগীতের ধারার সংমিশ্রন এক নতুন আমেজ সৃষ্টি করেছে। গানের তালে তালে ঢোলের আওয়াজ এবং আর এ্যান্ড বির উদ্দাম পদ্ধতি আকর্ষণকে বাড়িয়ে তুলেছে। গানের মধ্যে গুয়ান চেন বিংশ শতাব্দীর ৩০'র দশকের চীনের একটি জনপ্রিয় চলচ্চিত্রের প্রধান গানের অংশ বিশেষকে যোগ করেছেন। এই পুরোনো গানের অংশ 'ফুলের মতো সুন্দর সময়' গানের সঙ্গে অতি সুক্ষভাবে মিশে গিয়ে গোটা গানের চমত্কারিক অংশে পরিণত হয়েছে।

    গানের কথা এমনঃ 'সময় পানির মতো দ্রুত বয়ে যায়। জানি না, এখন তুমি কাকে ভালোবাসো? আমাকে দেয়া তোমার ভালোবাসার সুবাস সময়ের সঙ্গে সঙ্গে যেন শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে। রঙিন সময় আর অতিতের স্মৃতি ফিরে আসবে না। ফুলের মতো সুন্দর সময় স্বপ্নের মতো আমার হৃদয় মনকে মাতাল করে দেয়।'

গুয়ান চেনের গাওয়ার কৌশল আধুনিকতার ছোঁয়ায় ভরা। কিন্তু গান গাওয়ার সময় তাঁর প্রকৃতিদত্ত আসল অনুভুতি গানের সুরের মধ্য দিয়ে শিহরণ তুলে যায়। এযেন অফুরাণ হৃদয়স্পর্শী। এবার শুনবেন তাঁর গাওয়া আরেকটি গান 'থাক'। গুয়ান চেন তার আসল ও কৃত্রিম স্বর ব্যবহার করে এই গানটি গেয়েছেন। শুনুন তাহলে এ ব্যতিক্রমি গানটি।

    গানের কথা এমনঃ 'আগের হৃদয়স্পর্শী গান এখন তার জন্যই গাওয়া হয়। আগের নরম চোখের দৃষ্টিরা আমার শরীরে আর পরশ বুলায় না। নোনা চোখের জল এক ফোঁটা এক ফোঁটা করে ঝরতে থাকে। আমার মন প্রতি ক্ষণে ক্ষণে কষ্ট পেতে থাকে। আমি কেবল আবেগহীন শক্ত সামর্থের ভান করে যাই। প্রেমকে লুকিয়ে রাখা উচিত নয়। সব অনুরাগ খোলামেলা করে দেয়া উচিত। অন্তর্মূখী হয়ে থেকো না। মিথ্যাও বলো না। থাক।'

    বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রেমে এই শ্বাস্বত শব্দটি আপনাদের জীবনকে কি নাড়া দিয়েছিল? কিন্তু শিল্পী চৌ ইয়ান হোংয়ের সুরেলা কন্ঠে গাওয়া গানে কিন্তু বলে কয়েই 'প্রেম এসেছিলো'। শুনুন তাহলে গানটি। ২০০৩ সালে প্রকাশিত তার এই নামের অ্যালবামে এই গানটিকেই বাছাই করা হয় অন্যতম হিসেবে। সুরেলা ছন্দ, দৃষ্টি কাড়া গানের কথা আর চৌ ইয়ান হোংয়ের কণ্ঠের কোমলতা ও করুণ সুরের মধ্য দিয়ে শহুরে মেয়েদের মনের কথাগুলো প্রেমের কথা হয়ে ফুটে উঠেছে। আসুন আমরা একসাথে এই গানটি উপভোগ করি।(ইয়ু কুয়াং ইউয়ে)