২০ এপ্রিল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পুনরায় দামাস্কাসেঘোষণা করেন, সিরিয়া ইসরাইলের সঙ্গে যে কোনো প্রশ্ন নিয়ে গোপন আলোচনা প্রত্যাখ্যান করে তবে ইসরাইলের সঙ্গে প্রকাশ্য বৈঠক করতে ইচ্ছুক ।
এদিন সিরিয়ার আরব বিপ্লব সামাজিক পার্টির কেন্দ্রীয় কমিশনের সম্মেলনে তিনি বলেন, কয়েকটি বন্ধুপ্রতীম দেশ সিরিয়া ও ইসরাইলের মধ্যে যোগাযোগ ত্বরান্বিত করার জন্য চেষ্টা করেছে । সিরিয়া প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করবে এবং দু'পক্ষের বৈঠকে নির্দিষ্টভাবে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলতে হবে । তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল সিরিয়ার ভূভাগ দখলের চেষ্টা করলে, প্রতিরোধ হবে সিরিয়া জনগণের বৈধ অধিকার ।
তিনি পুনরায় ঘোষণা করেন, সিরিয়া মধ্য-প্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখে ,বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আইনের বিধি অনুযায়ী মধ্য-প্রাচ্যে ন্যায়নিষ্ঠ ও সার্বিক শান্তি স্থাপনে ইচ্ছুক এবং ইরাক, ফিলিস্তিন ও লেবানন প্রশ্নে আরব জাতির স্বার্থ সুনিশ্চিত করার উদ্যোগ নেবে।
(ছাও ইয়ান হুয়া)
|