২০ এপ্রিল বিশ্বের প্রথম সুর্যালোক চালিত পরিবেশ সংরক্ষণ গাড়ি দক্ষিণ চীনের খুনমিং শহর থেকে তার ৩৯দিনব্যাপী চীন ভ্রমণ শুরু করেছে ।
সুইজারল্যান্ডের সুর্যালোক জ্বালানী সম্পদ গাড়ি হলো বিশ্বের প্রথম সুর্যালোক চালিত পরিবেশ সংরক্ষণ গাড়ি । ২০০৭ সালের ৩ জুলাই তা সুইজারল্যান্ডের লুসেরন থেকে রওয়ানা হয়ে ১৮ মাসের মধ্যে ৫টি মহাদেশের ৫০টি দেশ ভ্রমণ করার কথা এবং চীন হলো এ ভ্রমণের ২৫তম স্থান।
জানা গেছে, ২২ এপ্রিল রওয়ানা হয়ে এ গাড়ি খুনমিং থেকে কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে যাবে । তারপর চীনের কুয়াংতুং, চিয়াংসি , চেচিয়াং, চিয়াংসু, শাংহাই হয়ে পেইচিং আসবে । অনুমাণ করা হচ্ছে ভ্রমণের সময় মোট ৬৪০০ কিলোমিটারেরও বেশি পথ গাড়িটি পারি দেবে ।
এ গাড়ি সুইজারল্যান্ডের ৪টি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় নির্মিত হয়েছে । সুর্যালোকের সাহায্যে গাড়িটি ৪০০ কিলোমিটার চলতে পারে এবং সুর্যালোকহীন অবস্থায় আরও ৩০০ কিলোমিটার চলতে পারে । চলার সময় কোনো গ্রীন হাউস সমস্যার সৃষ্টি করবে না । সবচেয়ে দ্রুত গতিতে প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার চালতে পারে এ গাড়িটি । (ছাও ইয়ান হুয়া)
|