চীনের দক্ষিণ মেরুর স্থল পরিবেষ্টিত তুষারাচ্ছাদন পরিদর্শন দলের নেতা সেন বুও ১৯ এপ্রিল সাংহাইয়ে বলেছেন, বতর্মানেনির্মাণাধীন চীনের প্রথমল দক্ষিণ মেরু স্থলবিজ্ঞান কেন্দ্র ২০০৯ সালে দক্ষিণ মেরুর গভীর বরফে স্থাপিত হবে । সাংহাইয়ে আয়োজিত একটি " বিজ্ঞান ফোরামে" তিনি এ কথা বলেন। গত ১৫ এপ্রিল তিনি ২৪তম " শিয়েলন" নামের দক্ষিণ মেরু বিজ্ঞান পরিদর্শন জাহাজে সাংহাই ফিরে এসেছেন । তিনি বলেন, এবারের পরিদর্শনে চীনের প্রথম দক্ষিণ মেরু বিজ্ঞান স্থলকেন্দ্র নির্মাণের স্থান বাছাই করা হয়েছে । তা ছাড়া, দক্ষিণ মেরুর গভীর বরফে নানা ধরণের বিজ্ঞান পরিদর্শনের যন্ত্র স্থাপিত হয়েছে এবং নানা ধরণের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে ।
২০০৫ সালের জানুয়ারী মাসে চীনের ২১তম দক্ষিণ মেরু পরিদর্শন দল মানব ইতিহাসে প্রথম বারের মতো দক্ষিণ মেরুর সবোর্চ্চ গভীর সর্বোচ্চ বরফে পৌঁছে গেলো।
|