সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, লাইবেরিয়ায় চীনের ষষ্ঠ দফার শান্তি রক্ষী বাহিনীর অফিসার আর সৈন্যরা তাদের দায়িত্ব শেষ করে ২০ এপ্রিল পেইচিং-এ ফিরে এসেছেন।
ষষ্ঠ দফার শান্তি রক্ষী বাহিনীতে মোট ৫শ' ৫৮জন সদস্যের মধ্যে পরিবহণ শাখায় ২শ' ৪০জন, প্রকৌশল শাখায় ২শ' ৭৫জন এবং চিকিত্সা শাখায় ৪৩জন ছিলেন। তারা লাইবেরিয়ায় নিয়োজিত বিশেষ জাতিসংঘ মিশনের অধীনে সেখানে শান্তি রক্ষার দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের আগস্ট মাসে ঐ অঞ্চলে পৌঁছানোর পর চীনের ষষ্ঠ দফার শান্তি রক্ষী বাহিনীর অফিসার আর সৈন্যরা সাফল্যের সঙ্গে পরিবহণ সাহায্য, সড়ক ও সেতু নির্মাণ এবং চিকিত্সাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
চীনের শান্তি রক্ষী বাহিনীর ৫শ' ৫৮জন অফিসার আর সৈন্যদের সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ তাদেরকে প্রথম পর্যায়ের আন্তর্জাতিক শান্তি পদকে ভূষিত করেছে।
(খোং চিয়া চিয়া)
|