জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের বিশ্ব সমিতির (ডাবলিউ আই এ পি এ)র উদ্যোগে ১৯ এপ্রিল প্রথম বিশ্ব বিনিয়োগ ফোরামের সম্মেলন ঘানার রাজধানী আক্রায় শুরু হয়েছে।
ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব সুপাছাই পানিছপাকদি বলেন, বিশ্ব বিনিয়োগ ফোরাম পুঁজি বিনিয়োগকারী এবং পুঁজি বিনিয়োগকারী দেশ ও অঞ্চলগুলোকে একটি যোগাযোগ প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সরকারের প্রতি কৃষি উত্পাদনে আরো বেশি বরাদ্দ এবং বর্তমান খাদ্য শস্য সংকট সমাধানের জন্য দরিদ্র দেশগুলোকে কৃষি সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ডাবলিউ আই এ পি এ'র চেয়ারম্যান কাই হাম্মেরিচ উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপ ও আমেরিকার কিছু দেশের রক্ষণশীল বাণিজ্যিক আচরনের সমালোচনা করেন।
(খোং চিয়া চিয়া)
|