ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়েনের ১১৮তম অধিবেশনে যোগদানকারী অনেক আফ্রিকান পার্লামেন্ট সদস্য কেপ টাউন বলেছেন, চীন এবং আফ্রিকার মধ্যকার সহযোগিতা বাস্তব এবং কার্যকর। চীন হলো আন্তরিক সহযোগিতামূলক অংশীদার। চীনের সঙ্গে সহোযোগিতা জোরদার করার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিশরের পার্লামেন্ট সদস্য জাকারিয়া আজমি চীনের সংবাদিককে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, নয়া চীন ও আফ্রিকা সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে, দু'পক্ষ রাজনীতির ক্ষেত্রে পারস্পরিক সমর্থন ও অর্থনীতির ক্ষেত্রে অব্যাহতভাবে সহযোগিতা করে আসছে। মিশর ও চীনের বন্ধুত্ব আগের চেয়ে আরো গভীর হয়েছে।
গ্যাবনের পার্লামেন্ট সদস্য এ্যাগোলিম এনগুয়েমা মনে করেন, আফ্রিকার সঙ্গে বাস্তব সহযোগিতা জোরদারে চীন ৮টি নীতিমালা ঘোষণা করেছে তাতে আফ্রিকা দেশগুলোর স্বার্থের কথা বিবেচনা করেই করা হয়েছে।
মোজাম্বিকের পার্লামেন্ট সদস্য ম্যাতিউস কাথুপা বলেছেন, চীন-আফ্রিকা সম্পর্ক নিয়ে কিছু পাশ্চাত্যের দেশ ও তথ্য মাধ্যম যে অভিযোগ করেছে তা অযৌক্তিক ও ভিত্তিহীন। নামিবিয়ার পার্লামন্ট সদস্য জোর দিয়ে বলেছেন, চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করলে আফ্রিকার উন্নয়ন দ্রততর হবে।
(ওয়াং তান হোং)
|