জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বড় অর্থনীতির দেশগুলোর তৃতীয় সম্মেলন ১৮ এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ হয়েছে। সম্মেলনে গ্রীন-হাউস গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে মতৈক্য হয়নি তবে পরে সংশ্লিষ্ট পক্ষ এই বিষয় নিয়ে আরো আলোচনা চালাতে পারে।
ফ্রান্সের ইইউ বিষয়ক সচিব জান জাঁ পিয়েরে জুয়েত সম্মেলনের পর বলেন, সংশ্লিষ্ট পক্ষ একমত হয়েছে যে, দীর্ঘ ও মাঝারি মেয়াদের নির্গমন হ্রাস লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত। কিন্তু নির্গমন ত্রাসের মাত্রা নিয়ে মতৈক্য হয়নি। পরে মে ও জুন মাসে আরো দুটি সম্মেলনে এ নিয়ে আবার আলোচনা করার ব্যাপারে সব পক্ষ রাজি হয়েছে।
জুয়েত বলেন, গ্রীণ হাউস গ্যাস নির্গমন কমানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা এবং অর্থ সংগ্রহ নিয়ে আলোচনা করেছেন প্রতিনিধিরা। কিন্তু নির্গমন কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইইউ, উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে মতৈক্য হয়নি। এ ব্যাপারে জুয়েত আবারো'স্ব স্ব দায়িত্ব' পালনের নীতির ব্যাখ্যা করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর এ ব্যাপারে আরো বেশি দায়িত্ব পালন করা উচিত, এর সঙ্গে সঙ্গে উন্নয়নশীল দেশগুলোরও উচিত যে এ ক্ষেত্রে কিছু অবদান রাখা। (ইয়াং ওয়েই মিং)
|