সম্প্রতি কয়েকটি পশ্চিমা দেশের গণমাধ্যম পর পর প্রবন্ধ প্রকাশ করে তিব্বতের স্বাধীনতার সমালোচনা করেছে এবং পশ্চিমা জগত ও গণমাধ্যমের সংশ্লিষ্ট মনোভাবের পর্যালোচনা করেছে ।
সম্প্রতি ক্যানাডার বিশ্ব গবেষণা কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয় , যুক্তরাষ্ট্রই তিব্বত ঘটনার সৃষ্টি করেছে । তার লক্ষ্য হচ্ছে চীনকে অপহরণ করা । প্রবন্ধে আরো বলা হয় , অলিম্পিক গেসমের উদ্বোধনের প্রাক্কালে তিব্বতের সহিংস তত্পরতা উস্কে দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের চালানো চীনের স্থিতিশীলতা বানচাল করার কার্যকলাপকে তীব্রতর করার এক অপচেষ্টা ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাবেক চেয়ারম্যান জুয়ান আন্টোনিয়ো সামারাঞ্চ সম্প্রতি স্পেনের লা ভানগুয়ার্ডিয়া ইস্পনোলা পত্রিকার সংগে এক সাক্ষাত্কারে বলেছেন , প্যারিসে ও লন্ডনে সংঘটিত পবিত্র মশাল লুট করার ঘটনা একেবারে গ্রহণযোগ্য নয় । অলিম্পিকের অভিধানে বর্জন বলে কোনো শব্দ নেই ।
জার্মানীর প্রাক্তন চ্যান্সেলার হেলমুট স্মিথ বলেছেন , চীন সম্পর্কে পাশ্চাত্যের ধারণা পুরোপুরিই ভুল । পাশাচাত্যের মাপ দিয়ে চীনের মুল্যায়ন করলে চলবে না ।
|