আফগানিস্তানের একজন কর্মকর্তা ১৭ এপ্রিল স্বীকার করেছেন যে, এদিন সন্ধ্যায় দক্ষিণ পশ্চিম আফগানিস্তানের নিমরুজ প্রদেশের এক মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১৭জন নিহত এবং ২৫জন আহত হয়েছে।
নিমরুজ প্রদেশের গভর্নর ঘুলাম দস্তগীর আজাদ বলেছেন, এদিন সন্ধ্যায় এই প্রদেশের রাজধানী জারানজের এক মসজিদের কাছে একজন আত্মঘাতী নিজেই বোমার বিস্ফোরণ ঘটায়। তিনি বলেছেন, এর শিকার হয়েছে নিরীহ নাগরিকগণ। হতাহতদের সংখ্যা আরো বাড়ছে।
আজাদ এই বোমা বিস্ফোরণের জন্যে শান্তি ও স্থিতিশীলতার শক্রদের নিন্দা করেছেন। সাধারণত আফগানিস্তান সরকার শান্তি ও স্থিতিশীলতার শক্রর আখ্যা দিয়ে তালিবান সশস্ত্র সদস্যদের উল্লেখ করে।(লিলু)
|