তিব্বতের "৩.১৪"ঘটনায় ১৮ জন নিরীহ লোকের প্রাণহানি এবং অনেকে গৃহহারা হয়েছে। আহতদেরকে সহায়তার জন্য সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন মহলের লোকেরা নানা ধরণের সেবা, প্রদানের পাশাপাশি অর্থও সামগ্রী দিয়েছে।
তিব্বতের বর্তমান সরকার নিহত নিরীহদের আত্মীয়স্বজনদের৩০ লাখ রেনমিনপি দিয়েছে। পাশাপাশি আহতদের মধ্যে যারা শহর ও মহকুমার শ্রমিক ও কর্মচারিদের মৌলিক চিকিত্সা বীমা, শহর ও মহকুমার নাগরিকদের মৌলিক চিকিত্সা বীমা এবং কৃষি ও পশুপালন এলাকার চিকিত্সা ব্যবস্থায় অংশ নেয়ার সুযোগ নেই সেই সব নাগরিকদেরকে ব্যবস্থাপনা বিভাগ চিকিত্সা সাহায্য দেবে। লাসা শহরের বিভিন্ন মহল আহতদের জন্য চাঁদা সংগ্রহের অনুষ্ঠানও আয়োজন করেছে।
সরকারের সমর্থন নীতিমালায় সামাজিক অবস্থান দিন দিন স্থিতিশীল এবং সমৃদ্ধিশালী হয়ে উঠছে। এ পর্যন্ত লাসা শহরের ২০ হাজারেরও বেশি ব্যবসায়ীর মধ্যে প্রায় ৯০ শতাংশেরও বেশি তাদের ব্যবসা আবার শুরু করেছে। ফলে লাসায় অনেক পুঁজি বিনিয়োগকারীদের আস্থাও আবার ফিরে এসেছে। (লিলি)
|