শ্রীলংকার সামরিক বাহিনী ১৭ এপ্রিল জানিয়েছে , চলতি বছরের এপ্রিল মাস থেকে সরকারী বাহিনী উত্তরাঞ্চলে এল টি টি ই'র ৩৯৯ জন সদস্যকে হত্যা করেছে ।
শ্রীলংকা বাহিনীর মুখপাত্র ব্রিগাডিয়ার ইউদায়া নানায়াকারা এ দিন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন , এপ্রিল মাসে সরকারী বাহিনীর ৩৪ জন সৈন্য নিহত এবং ২ শোরও বেশি সৈন্য আহত হয়েছে । তা ছাড়া , ১৬ জন নিরিহ মানুষ সংঘর্ষে প্রাণ হারিয়েছে ।
বর্তমানে শ্রীলংকার সরকারী বাহিনী তিন দিক থেকে এল টি টি ই'র নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় এলাকার দিকে এগিয়ে যাচ্ছে । কয়েক জন সামরিক পর্যবেক্ষকের ধারণা , এল টি টি ই বহু বছর ধরে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে বলে সরকারী বাহিনীর সামরিক অভিযান চালানো কঠিন হবে । (শুয়েই ফেই ফেই)
|