v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 20:13:11    
বুলগেরিয়া

cri

    ২০০১ সালের নভেম্বর মাসে জর্জি পার্ভানোভ বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০২ সালের জানুয়ারী মাসে তিনি প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন। ২০০৬ সালের অক্টোবর মাসে তিনি প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হন।

   বুলগেরিয়া ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন ১ লাখ ১০ হাজার ৯৯৩.৬ বর্গকিলোমিটার। উত্তর দিকে রোমানিয়া, দক্ষিণ দিকে তুরস্ক ও গ্রীস, পশ্চিম দিকে সার্বিয়া ও মন্টি নিগ্রো প্রজাতন্ত্র এবং পূর্ব দিকে কৃষ্ণ সাগর। তটরেখা মোট ৩৭৮ কিলোমিটার।

    লোকসংখ্যা ৭৭ লাখ ২০ হাজার।এর মাধ্যমে বুলগেরিয় জাতি ৮৫ শতাংশ এবং তুর্কী জাতি ১০ শতাংশ । সরকারী ভাষা বুলগেরিয়। অধিকাংশ অধিবাসী খৃষ্টান ধর্মে বিশ্বাসী ।

    রাজধানী সোফিয়া। এর লোকসংখ্যা ১১ লাখ ৯০ হাজার।

    ১৯৪৬ সালের ১৫ সেপ্টেম্বর বুলগেরিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালের ১১ মে বুলগেরিয়ার পার্লামেন্টের ভোটে দেশটি ই ইউ'তে যোগদানের অনুমোদন করে।

    ১৯৯১ সালের ১২ জুলাই গৃহীত সংবিধানে বলা হয় যে, বুলগেরিয়া হচ্ছে একটি পার্লামেন্টারি দেশ। প্রেসিডেন্ট দেশের ঐক্যবদ্ধের প্রতীক এবং আন্তর্জাতিক পর্যায়ে বুলগেরিয়ার প্রতীক। স্পীকার হচ্ছে পার্লামেন্টের চেয়ারম্যান। পার্লামেন্টের আইন বিচার ও তত্ত্বাবধানের অধিকার প্রয়োগ এবং অভ্যন্তরীন রাজনৈতিক গুরুত্বপূর্ণ সমস্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও রয়েছে। ২০০৬ সালের মার্চ মাসে বুলগেরিয়ার পার্লামেন্টে নতুন সংবিধানের সংশোধিত প্রস্তাব গৃহীত হয়।

    বনাঞ্চলের আয়তন ৩৮ লাখ ৮০ হাজার হেকটর, যা সারা দেশের মোট আয়তনের ৩৫ শতাংশ। বুলগেরিয়ার গুরুত্বপূর্ণ আমদানি পণ্য হচ্ছে জ্বালানি সম্পদ, রাসায়নিক এবং ইলেক্ট্রোনিক দ্রব্য । বুলগেরিয়া বলকান উপদ্বীপ সংক্রান্ত দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়।

    ১৯৪৯ সালের ৪ অক্টোবর বুলগেরিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালের নভেম্বর মাসে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফর করেন। --ওয়াং হাইমান