সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার পর্যটন ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের দিক বিবেচনা করে ভবিষ্যতে লাসা ভাটা মৌসুমে পর্যটন বাজারের উন্নয়ন করবে , যাতে সবচেয়ে ভালো ও ভরা মৌসুমে পর্যটক সংখ্যার ভারসাম্য রক্ষা করা যায় ।
লাসার পর্যটন শিল্প সম্পর্কে লাসা পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক কাও ফু বলেন, লাসায় ভরা ও ভাটা মৌসুমে পর্যটক সংখ্যার পার্থক্য অনেক । সাধারণত প্রতি বছর আগস্ট মাসে পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে এবং নভেম্বর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত পর্যটনে ভাটা মৌসুস চলে ।
তিনি বলেন, লাসার পর্যটন শিল্পের সুষম, সামঞ্জস্যপূর্ণও টেকসই উন্নয়ন এবং স্থানীয় পরিবেশ সংরক্ষণের জন্য ভবিষ্যতে লাসা ভাটা মৌসুমের পর্যটন বাজার উন্নয়নের ওপর গুরুত্ব দেবে । পর্যটন শহরের জন্য সব মৌসুমেই বেশি বেশি পর্যটক থাকাটা সবচেয়ে ভালো । যদি ভরা ও ভাটা মৌসুমে পর্যটক সংখ্যার ভারসাম্য বাস্তবায় নকরা যায়, তাহলে পর্যটকরা লাসায় সুখে ভ্রমণ করতে পারবে এবং অনেক ভীড়ের মধ্যে পড়তে হবে না ।
তিনি আরও বলেন, লাসা পর্যটন সম্পদে সমৃদ্ধ । চারটি ঋতুর দৃশ্য ভিন্ন ভিন্ন হয় বলে ভাটা মৌসুমেও পর্যটন উন্নয়নসফল হবে বলে তিনি আশাবাদী ।
|