১৬ এপ্রিল সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ বিন আব্দুল আজিজ রিয়াদে বলেন, সৌদি আরব তিব্বতের স্থিতিশীলতা সংরক্ষণের জন্য চীনের নেয়া ব্যবস্থাসমর্থন করে এবং একচীন নীতিতে অবচিল থাকবে ।
সৌদি আরবে চীনের রাষ্ট্রদূত ইয়াং হোং লিনের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেন, সৌদি আরব চীনকে কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে মনে করে । দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন দু'পক্ষের দীর্ঘকালীন ও মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।
ইয়াং হোং লিন নায়েফ বিন আব্দুল আজিজকে চীনের লাসা সহিংস ঘটনার সত্যতা এবং আইন অনুযায়ী চীন সরকারের নেয়া ব্যবস্থার ব্যাখ্যা করেছেন । এ ব্যাপারে তিনি সৌদি আরবের সমঝোতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তাইওয়ান সমস্যায় সৌদি আরবের একচীন নীতিতে অবিচল থাকার প্রশংসা করেছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|