মার্কিন অশোধিত তেল ও পেট্রোলের মজুদের পরিমাণ ব্যাপক কমে যাওয়ার প্রভাবে ১৬ এপ্রিল নিউইয়র্কের অশোধিত তেলের ফিউচার্স দাম বেড়ে ১১৫ মার্কিন ডলার হয়ে পরপর তৃতীয় দিনের মত ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
এদিন নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেন্জের প্রকাশিত তথ্যে মে মাসের হালকা অশোধিত তেলের ফিউচার্স দাম হয়েছে ব্যারেল প্রতি ১১৪.৯৩ মার্কিন ডলার , যা এর আগের চেয়ে ১.১৪ মার্কিন ডলার বেশি। তবে এদিন ইলেকট্রনিক বাণিজ্যিক মেলায় হালকা অশোধিত তেলের ফিউচার্স দাম ব্যারেল প্রতি ১১৫.০৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া মার্কিন ডলার ও ইউরোর বিনিময়ের হার সর্বনিম্ন পর্যায়ে চলে যায় । এক ইউরোর সমান প্রায় ১.৫৯৬৭ মার্কিন ডলার।--ওয়াং হাইমান
|