জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৬ এপ্রিল উচ্চ পর্যায়ের এক অধিবেশনের আয়োজন করেছে। অধিবেশনে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তার ভাষণে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ের সংঘর্ষের অবসান করা হচ্ছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের অভিন্ন কর্তব্য।
মবেকি বলেছেন, জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন , বিশেষ করে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের ফলপ্রসু সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা উচিত। আঞ্চলিক শান্তি রক্ষী সংক্রান্ত খরচের বিষয় হল জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সম্পর্ক উন্নত করার চাবিকাঠি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্ট হু চিন থাও'র বিশেষ প্রতিনিধি হিসেবে অধিবেশনে যোগ দিয়েছেন। তাঁর ভাষণে তিনি বলেছেন, চীন জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যেকার স্থিতিশীল অংশীদারিত্বের সম্পর্কে সমর্থন দিচ্ছে। (লিলু)
|