কান সু প্রদেশের গণ-নিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি জানা গেছে, ১৮ মার্চ কান সু প্রদেশের কান নান তিব্বত স্বায়ত্তশাসিত বিভাগে ঘটা লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বলপ্রয়োগমূলক ঘটনার সঙ্গে জড়িত দুজন সন্দেহভাজন পুলিশের কাছে অত্মসমর্পন করেছে।
জানা গেছে, ১৪ মার্চ লাসায় ঘটা লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বলপ্রয়োগমূলক ঘটনার প্রভাবে এবং কিছু লোকের সংগঠনে ১৮ মার্চ কান সু প্রদেশের কান নান তিব্বত স্বায়ত্তশাসিত বিভাগের জোনে জেলার দোবগাব মহকুমায় লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বলপ্রয়োগের ঘটনা ঘটেছে। এতে ৭৫ লাখ ইউয়ান সমপরিমান সম্পদের ক্ষতি হয়েছে।
ঘটনার পর দু'জন সন্দেহভাজন স্থানীয় পুলিশের কাছে অত্মসমর্পন করেছে। দু'জনের উভয়ই কান সু প্রদেশের গোম্পামন্দিরের ভিক্ষু।(লিলু)
|