মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ডের অধীনস্থ সান ফ্রান্সিস্কোর ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্ণর জেনেট ইয়েলেন ১৬ এপ্রিল বলেছেন, ঋণ সংকট ও আর্থিক বাজারের অস্থিরতা ২০০৯ সালে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে।
সান ফ্রান্সিস্কোর বাণিজ্য ক্ষেত্রের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইয়েলেন বলেন, তিনি অনুমান করেন, ২০০৮ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি নাও হতে পারে বা অতি সামান্য বৃদ্ধি পেতে পারে।
একই দিন মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে নতুন ভবন নির্মাণের সংখ্যা ফেব্রুয়ারী মাসের চেয়ে ১১.৯ শতাংশ কম হয়েছে। এটা হচ্ছে গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে নিম্ন রেকর্ড। এ থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের আবাসন বাজারের বিন্যাস এখনো চলছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|