v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 15:25:46    
হোপেই প্রদেশে পুনঃব্যবহার্য জ্বালানি শিল্পের বিকাশ

cri
চাং চিয়া খৌ শহর উত্তর চীনের হোপেই প্রদেশের উত্তরাংশে অবস্থিত । এই অঞ্চল বায়ু শক্তি সম্পদে সমৃদ্ধ । এই বিপুল সম্পদ কাজে লাগিয়ে সেখানে বায়ু শক্তি-চালিত বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে । হোপেই প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান সেন সিয়াও পিং বলেন , হোপেই প্রদেশে নতুন জ্বালানি সম্পদ হিসেবে বায়ু শক্তি সম্পদ কাজে লাগানোর ব্যাপক ভবিষ্যত্ সম্ভাবনা রয়েছে । চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেসের অধিবেশনে দূষণমুক্ত জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি বিকশিত করা এবং জ্বালানি সম্পদের বৈজ্ঞানিক ও যুক্তিযুক্ত ব্যবহার ব্যবস্থা গড়ে তোলার কর্মসূচী উপস্থাপন করা হয়েছে । এই কর্মসূচী আনুযায়ী হোপেই প্রদেশে নতুন জ্বালানি সম্পদের বিকাশ দ্রুততর করার চেষ্টা করা হবে । একাদশ পাঁচসালা পরিকল্পনার মেয়াদে হোপেই প্রদেশে নতুন জ্বালানি সম্পদ উন্নয়ন করার ব্যাপারে ৩০.২ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে ।

আগে বছরের বেশির ভাগ দিনে চাং চিয়া খৌ অঞ্চলে বালিঝড় হতো । স্থানীয় অধিবাসীরা বাড়িতে আটকে থাকতো , বাইরে বেরুতে পারতো না । চাং চিয়া খৌ শহরের শাং ই জেলার পার্টি-কমিটির সম্পাদক জি সিয়ান পিং বলেন , এখন বায়ু শক্তি কাজে লাগিয়ে বিপুল বিদ্যুত্ উত্পাদন করা যাবে । এক ধরনের নতুন জ্বালানি সম্পদ হিসেবে বায়ু শক্তি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক ।

শান ই জেলায় বায়ু শক্তি কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ দেড় লাখ কিলোওয়াটে দাঁড়িয়েছে । এই জেলা বায়ু শক্তি সম্পদে সমৃদ্ধ। ২০১০ সালের শেষ নাগাদ এই জেলায় বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ১০ লাখ কিলোওয়াট হবে । তখন বায়ু শক্তি-চালিত বিদ্যুত্ উত্পাদনের আয় ২৪ কোটি ইউয়ান বৃদ্ধি পাবে ।

শান ই হোপেই প্রদেশের এমন একটি জেলা , যেখানে সবচেয়ে আগে বায়ু শক্তির ব্যবহার শুরু হয়েছে । অনুমান অনুযায়ী , হোপেই প্রদেশে চাং চিয়া খো শহর ও ছেন তে শহর কেন্দ্রিক বায়ু শক্তি সম্পদের মজুদের পরিমাণ ৭ কোটি ৪০ লাখ কিলোওয়াট । এ পর্যন্ত চাং চিয়া খৌ শহর ও ছেন তে শহরে চাংপেই ছাংছেন , ওয়েইছাং হোং সুং , শাং ই মান চিং ও খাংপাও ঔলুংতুসহ ৫টি বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র নির্মাণ করা হয়েছে ।

বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন শিল্পে নিয়োগের জন্য চীন ও বিদেশের বেশ কয়েকটি কোম্পানি হোপেই প্রদেশে এসেছে । এ বছরের জানুযারী মাসে চাং চিয়া খৌ শহরে বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন শিল্প উন্নয়ন সংক্রান্ত কর্মসূচী বারবার সংশোধন করা হয়েছে । এই কর্মসূচী অনুযায়ী ২০১০ সালের শেষ নাগাদ এই শহরের বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ৩০ লাখ কিলোওয়াটে পৌঁছাবে ।

ছাংচৌ , থাং সান ও ছিংহোয়ানতাও শহরে সামুদ্রিক বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন শিল্প উন্নয়নের জন্যও একটি কার্যক্রম প্রণয়ন করা হচ্ছে । ছাংচৌ শহরে সামুদ্রিক বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন বিষয়ক একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১৫ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে । হোয়াং হুয়া শহরে বায়ু শক্তি চালিত ৯৯ হাজার কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন প্রকল্প নির্মাণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে ।

বর্তমানে হোপেই প্রদেশের থাইহাং পাহাড় , ইয়ান সান পাহাড় ও ছাংচৌ শহরের সমুদ্রের উপকূলে বায়ু শক্তি জরিপ কেন্দ্র নির্মাণ করা হয়েছে । বায়ু শক্তি অনুসন্ধানের ভিত্তিতে বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের বিরাট প্রকল্প নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছে ।

আগে চাং চিয়া খৌ ও ছেংতে হোপেই প্রদেশের দুটো দরিদ্র শহর ছিল । বায়ু শক্তি চালিত শিল্প চালু হওয়ার পর এই শহরের অর্থনীতির ব্যাপক উন্নত হয়েছে । চাং চিয়া খৌ শহরের মেয়র চেং স্যু পি বলেন , ২০১০ সালের শেষ নাগাদ শহরের বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের আয় ৩ বিলিয়ন ইউয়ানেরও বেশি হবে । তখন এ খাত থেকে পাওয়া করের আয় ৭০ কোটি ইউয়ানে দাঁড়াবে ।

এখন হোপেই প্রদেশে কিভাবে সৌর শক্তি কাজে লাগানো হচ্ছে সে সম্পর্কে আপনাদের কিছু বলছি ।

পাও তিং শহরের থিয়ান উই লি নতুন জ্বালানি সম্পদ কোম্পানিতে সৌর শক্তি চালিত ব্যাটারী তৈরি করা হয় । ২০০৭ সালে এই কোম্পানির সৌর শক্তি চালিত ব্যাটারী বিক্রির আয় ৪ বিলিয়ন ইউয়ান ছিল ।

এই কোম্পানির জেনারেল ম্যানেজার মিয়াও লিয়ান সেন বলেন , এ বছর সৌর শক্তি চালিত ব্যাটারী তৈরি বিষয়ক নতুন প্রকল্পের ক্ষেত্রে ৩ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে । এ বছরের শেষ নাগাদ এই কোম্পানির পণ্য বিক্রির আয় ১৫ বিলিয়ন ইউয়ান হবে ।

পাও তিং শহরের নতুন জ্বালানি সম্পদ এবং নতুন জ্বালানি তৈরি শিল্প উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে । এই শহরের ডেপুটি মেয়র বলেন , শহরে বায়ু ও সৌর শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন , ট্রান্সফর্মার মার এবং বিদ্যুত্ সাশ্রয়ী সরঞ্জাম তৈরির ১৬০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে ।

পাও তিং শহরে কুয়াংফু শিল্প এলাকা ম ফুং ডিয়েন শিল্প এলাকা , ট্রান্সফর্মার সরঞ্জাম শিল্প এলাকাসহ বিভিন্ন শিল্প এলাকার নির্মাণকাজ পুরোদমে চলছে । ২০০৭ সালে পাও তিং শহরের বার্ষিক শিল্প উত্পাদন মূল্যের মধ্যে ২০ শতাংশই নতুন জ্বালানি সম্পদ শিল্পের । এবছরের ১১ জানুয়ারী চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পাও তিং শহরকে সৌর শক্তি ব্যবহারের আদর্শ শহরের মর্যাদা প্রদান করেছে ।

পাও তিং ও সিংথাই শহরে ব্যাপকভাবে সৌর শক্তির প্রয়োগ ও উন্নয়ন জনপ্রিয় করে তোলার অভিযান চালানো হয়েছে ।

২০০৭ সালে পাও তিং শহরে ৫০ শতাংশ গণ ব্যবহার্য স্থান, ৪০ শতাংশ আবাসিক এলাকা এবং ৪০ শতাংশ দর্শনীয় স্থানে সৌর শক্তি ব্যবহার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । পরবর্তী ৩ বছরে সিংথাই শহরে ১ শো সৌর শক্তি ব্যবহারকারী আবাসিক এলাকা এবং ৩ শো সৌর শক্তি ব্যবহারকারী গ্রাম গড়ে তোলা হবে ।

গত কয়েক বছরে হোপেই প্রদেশে সৌর শক্তি , বায়ু শক্তি ও মিথেন গ্যাসসহ নতুন জালানি সম্পদ ব্যাপকভাবে ব্যবহার করার ফলে প্রতি বছর প্রায় ১ কোটি টন কয়লা সাশ্রয় হয়েছে ।

(থান ইয়াও খাং)