v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 15:16:05    
ভারতের মশাল বাহকরা উত্সাহব্যঞ্জকভাবে মশালকে স্বাগত জানিয়েছে

cri
 ১৭ এপ্রিল বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লীতে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর আয়োজনের কথা। ১৬ এপ্রিল সন্ধ্যায় ভারত অলিম্পিক কমিটি নয়াদিল্লীতে মশাল হস্তান্তরের পরিকল্পনার কথা ঘোষণা করে। মশাল বাহকরা পৃথক পৃথকভাবে মশালকে স্বাগত জানানোর অনুভূতি প্রকাশ করেছেন।

    প্রেস ব্রিফিংয়ে ভারত অলিম্পিক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদি নিরাপত্তা সমস্যার ব্যাপারে জোর দিয়ে বলেন, ভারত সরকার এবং অলিম্পিক কমিটি নয়াদিল্লীতে মশাল হস্তান্তর ব্যাপারে নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা নেবে। তিনি বলেন,

    আমরা নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে ভাল ব্যবস্থা নিয়েছি। আমাদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা বিশ্বের অন্যান্য শহরের চেয়ে খারাপ নয়। আমরা লন্ডনে এবং প্যারিসে সংঘটিত ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাইনা। নয়াদিল্লীতে সুষ্ঠুভাবে মশাল হস্তান্তর হচ্ছে আমাদের দায়িত্ব।

    ভারতের প্রতিশ্রুতির জন্য ভারতে চীনের রাষ্ট্রদূত চাং ইয়ান ইতোমধ্যেই সংশ্লিষ্ট পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিশেষ করে ভারতের বেছে নেয়া মশাল  হস্তান্তরের রুট-এর ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন,

    বলা যায়, এ স্থানটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় এলাক। এটি নয়াদিল্লীর সবচেয়ে সুন্দর এলাকা এবং ভারতের বৈশিষ্ট্যময় দৃশ্য প্রদর্শনের প্রতিনিধিত্বকারী এলাকা। জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানসহ ভারতের কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানেই আয়োজিত হয়। এ থেকে বোঝা যায় যে, ভারত এবারের অনুষ্ঠানের উপর কতটা গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করি, ভারতের সহযোগিতায় মশাল হস্তান্তর অবশ্যই সফল হবে।

    ভারত অলিম্পিক কমিটির সর্বশেষ তালিকা অনুযায়ী, ৪৭ জন খেলোয়াড়সহ ৭০ জন মশাল বাহক নয়াদিল্লীতে মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন। প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারীরা পৃথক পৃথকভাবে পেইচিং অলিম্পিকের প্রতি যার যার সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

    পঞ্চম বারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ভারতের টেনিস তারকা লিন্দাহ মোইসি বলেন, অলিম্পিক গেমসে অংশগ্রহণ হচ্ছে তাঁর ছোটবেলার স্বপ্ন। কোন রাজনৈতিক কারণ তাঁর অংশগ্রহণে বাধা সৃষ্টি করবে না। তিনি বলেন,

    ভারতে অলিম্পিক গেমসের মশালের আগমনকে আসাকে আমি স্বাগত জানাচ্ছি। একজন মশাল বাহক হিসেবে আমি গর্ব বোধ করি। আমি ক্রীড়াকে রাজনীতিকরণের আচরণের বিরোধিতা করি। অলিম্পিক গেমসের শিখা অনির্বান সুষ্ঠুভাবে হস্তান্তর সুরক্ষা করা ক্রীড়া মর্মের প্রতি সম্মান প্রদর্শন করা। তা ভারতের গৌরব।

    মশাল বাহকের চীনের প্রতিনিধি, সাইনোস্টিল কর্পোরেশনের ভারতের কোম্পানির মহা-পরিচালক ওয়াং হোং সেন নিজেকে মশাল হস্তান্তরে চীনাদের প্রতিনিধিত্ব করতে পেরে খুব গর্ব বোধ করেন। তিনি বলেন, তাকে মনোনীত করার পর তাঁর কোম্পানির সকল কর্মীদের উত্সাহ উদ্দীপনা বেড়ে গেছে। তিনি গভীরভাবে অনুভব করেন, অলিম্পিক শিখা অনির্বান সত্যিকার অর্থেই ক্রীড়াকে বিশ্বের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতি জনের জীবনে নতুন ধারণা এনে দিয়েছে। তিনি বলেন,

    আমাকে মশাল বাহক মনোনীত করার খবর জানানোর পর আমি প্রতিদিন শরীর চর্চা করছি। শুধু আমি নয়, আমর কোম্পানির কর্মীরাও শরীর চর্চা করে থাকেন। অলিম্পিক মশাল হস্তান্তরের জন্য আমাদের কোম্পানি একদিন ছুটি দিয়েছে। যাতে সকল কর্মীরা মশাল হস্তান্তরে অংশ নিতে পারেন।

    মশাল বাহকরা বিশ্বাস করেন, আসন্ন পেইচিং অলিম্পিক গেমস শান্তি ও সম্প্রীতির প্রতিনিধিত্বকারী মহা সম্মিলনী হবে। (লিলি)