বাংলাদেশের নাটোর জেলার শ্রোতা মো: মেহেদী মল্লিক তার চিঠিতে লিখেছেন, প্রথমে আমার রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা রইল । আশা করি বাংলা বিভাগের সবাই ভাল আছেন । আপনাদের কাছে প্রতিমাসে আমরা ৫টি করে চিঠি লিখি কিন্তু মিতালী আসরে নাম শুনিনা । আশা করি মিতালী আসরে আমাদের ক্লাবের নাম বলবেন। তাহলে আমাদের ক্লাবের সদস্যর খুবই খুশী হবে ।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি এখন রেডিওয়ের পাশে আছেন ? আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা । নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি । আপনি চিঠিতে যে প্রস্তাব করেছেন আমরা তা বিবেচনা রাখবো । শ্রোতাদের সমস্ত চিঠি পড়া সত্যিই সময় লাগে । আমাদের মিতালী আসরে আপনার ক্লাবের নাম পড়তে না পারার জন্য দুঃখিত । আশা করি , নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন । আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার । সুতরাং আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না ।
পিরোজপুর জেলার শ্রোতা রাজীব হালদার তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আইয়ের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরে সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনে আসছি । এ অনুষ্ঠানের মাধ্যমে চীন সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছি । এ অনুষ্ঠানের সবটুকুই আমার ভাল লাগে । তবে "বিজ্ঞান চিচিত্রা", চাওয়া পাওয়া" " মুখোমুখি " ও খবর আমার কাছে খুব প্রিয়। বাংলা অনুষ্ঠান আমাদের এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে । সম্প্রতি আমি সি আর আই এর শ্রোতাদের নিয়ে একটা শ্রোতা ক্লাব গঠন করেছি । আশা করি আপনারা আমাদের ক্লাবকে গ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন ।
সপ্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য । আপনি একটি ক্লাব গঠন করেছেন ।
ভারতের পশ্চিম বঙ্গের দুমকালের শ্রোতা সিরাজুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করবেন । আমি আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান নিয়মিতভাবে শুনে থাকি । অনুষ্ঠানটি আমার খুব ভাল লাগে । চাওয়া-পাওয়া, মিতালী অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি পেইচিং অলিম্পিক সম্পর্কিত সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিয়েছি । এই প্রতিযোগিতার ফলাফল কবে প্রকাশিত হবে জানতে চাই ।
প্রিয় শ্রোতা বন্ধু , ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। পেইচিং অলিম্পিক সম্পর্কিত সাধারণ জ্ঞান যাচাই প্রতিযোগিতা এ মাসের ১৫ তারিখে শেষ হয়ে যাবে । আমরা শীগগরিই শ্রোতাদের প্রশ্নের উত্তর পত্রগুলো থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বাছাই করবো । আপনি এবার ভাল পুরস্কার পাবেন বলে আশা করি । আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন । কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না । শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান উন্নত করার সম্ভবনা প্রায় নেই ।
বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা মো: সাখাওয়াত তার চিঠিতে লিখেছেন , আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । দীর্ঘদিন ধরে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি । আপনাদের অনুষ্ঠানগুলো আমার খুব ভাল লাগে । আপনাদের অনুষ্ঠানে আমি চীনের রুশ, প্রকৃতি , সন্দর শিক্ষা ইত্যাদি ভালভাবে জানতে পেরেছি । গত মাস থেকে আমার দু'জন বন্ধুও আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছে । তারাও খুব মজা পেয়েছে ।
প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি । আমরা এর আগে আপনার চিঠি মিতালী অনুষ্ঠানে পড়ে শুনিয়েছে । আপনার প্রভাবে এখন আপনার দু'জন বন্ধুও আমাদের অনুষ্ঠানের শ্রোতা হয়েছেন । এ খবর শুনে আমরা খুব খুশী হয়েছি । আশা করি, ভবিষ্যতে আপনার আরও বেশী বন্ধু আমাদের অনুষ্ঠান শুনবেন । এ মাস থেকে, " মুখোমুখি, মিতালী ও চাওয়া-পাওয়া " এক সঙ্গে যোগ করে " শ্রোতা সন্ধ্যা" নামক নতুন অনুষ্ঠান তৈরি হয়েছে । এই অনুষ্ঠান শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান । চীন সম্পর্কে কোন প্রশ্ন বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন । আমাদের অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য আরেক বার ধন্যবাদ জানাচ্ছি ।
শ্রোতা বন্ধুরা, এখন আপনাদেরকে একটি গান শোনাবো।
রাজশাহি জেলার শ্রোতা মেসবাহ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমি আপনাদের একজন আনুষ্ঠানিক সদস্য চাই। এখন আমার কাছে আপনাদের অনুষ্ঠান সূচী নেই। আশা করি, সি আর আই বাংলা অনুষ্ঠান সূচী আমাকে পাঠাবেন। তা ছাড়া আমি সি আর আইএর ম্যাগজিন পছন্দ করি। এগুলো আমাকে পাঠালে খুশী হব।
প্রিয় শ্রোতা বন্ধু, আমরা শীঘ্রই আপনাকে অনুষ্ঠান সূচী ও ম্যাগজিন পাঠাবো। এখন আমাদের নতুন অনুষ্ঠানসূচী তৈরী করেছে । কিছু দিন পার আপনি এই নতুন অনুষ্ঠানসূচী পেতে পারবেন । আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে অথবা সি আর আই সম্পর্ক যদি কোন প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিবো এবং সি আর আই সম্পর্কে কিছু বলবো । আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার । সুতরাং আপনাদের ভাল ভাল প্রস্তাব ও পরামর্শের প্রত্যাশায় রেছেছে ।
কুমিলা জেলার শ্রোতা মো: মোশারফ হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন ছাত্র। পড়াশুনায় ব্যস্ত। কিন্তু আমি নিযমিত আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকি । আপনাদের অনুষ্ঠান আমার ভীষণ ভাল লাগে। ব্যস্ততার ফাঁকে ফাঁকে রেডিও নিয়ে আপনাদের অনুষ্ঠান শুনে খুব মজার ব্যাপার । আমি মাঝে মাঝে চিঠিও লিখি । এক বার আমার চিঠি আপনাদের মিতালী অনুষ্ঠানে শুনেছি , খুব ভাল লাগে । চাওয়া-পাওয়া আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি গান গাইতে পছন্দ করি । আশা করি, আপনাদের অনুষ্ঠানে আরও বেশী সুন্দর সুন্দর গান শুনতে পারবো ।
প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য । আমরা জানি আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমাদের আরও অনেক করবার আছে। শ্রোতারা আমাদের অনুষ্ঠানের উপর অনেক আস্থা দিয়েছেন । আমরা আপনাদের আশাহত করবো না। আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার ।
শ্রোতা বন্ধুরা, অবশেষে আপনাদেরকে আরেকটি গান শোনাবো ।
এতক্ষণ শুনলেন, আমাদের প্রতি রবিবারের বিশেষ অনুষ্ঠান" শ্রোতা সন্ধ্যা"। " শ্রোতা সন্ধ্যা" আপনাদের নিজস্ব অনুষ্ঠান। চীন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো প্রস্তাব থাকলে আমাদের চিঠি লিখে জানতে ভুলবেন না । আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। শ্রোতা সন্ধ্যা এখানে শেষ করছি । ভাল থাকুন, সুস্থ থাকুন। আগামি সপ্তাহে আবার কথা হবে ।
|