চীনের শিক্ষা মন্ত্রণালয়ের জাতিগত শিক্ষা বিভাগের উপ-পরিচালক চাং ছিয়াং ১১ এপ্রিল বলেছেন, চীন সংখ্যালঘু জাতির ভাষা রক্ষার ক্ষেত্রে বিপুল কাজ করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তিব্বতসহ সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে দীর্ঘকাল ধরে জাতিগত ভাষা ও জাতীয় ভাষা প্রচলনের শিক্ষাদান ব্যবস্থা অবলম্বন করা।
চাং ছিয়াং জানান, কেন্দ্রীয় সরকারের আর্থিক সমর্থনে ২০০৭ সাল থেকে সংশ্লিষ্ট বিভাগ আধুনিক শিক্ষাদান প্রযুক্তির ভিত্তিতে তিব্বতী ভাষাসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির ভাষা শিক্ষা সম্পদ নিয়ে গবেষণা করছে। সংখ্যালঘু জাতির শিশুরা ডিস্ক, ইন্টারনেট ও উপগ্রহের মাধ্যমে উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারে।
তিনি মনে করেন, 'দ্বিভাষা' শিক্ষার বাস্তবায়ন সংখ্যালঘু জাতির শ্রেষ্ঠ সংস্কৃতি ও শিক্ষার মান উন্নয়ন করা এবং সংখ্যালঘু জাতির আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|