১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দক্ষিণ কোরিয়া সমিতির ২০০৮ সালের বার্ষিক ভোজ সভায় আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর ও দক্ষিণ কোরিয়ার আন্তরিক ও বাস্তব সংলাপকে সমর্থনের আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে । দু'দেশের জনগণ একই জাতি এবং ভবিষ্যতে উভয়ের একটি দেশে পরিণত হওয়া উচিত । তিনি আশা করেন, আন্তর্জাতিক সম্প্রদায় দু'দেশের বিশেষ সম্পর্ককে বুঝতে চেষ্টা করবে এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ভাবে উত্তর কোরিয়ার সঙ্গে আন্তরিক ও বাস্তব সংলাপের বিষয়টিকে সমর্থন করবে ।
তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জৌট প্রতিষ্ঠা করতে আগ্রহী। যাতে কোরিয় উপদ্বীপ, এশিয়া ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য সম্মিলিত কৌশল নির্ধারণ করা যায় । সামরিক জোটের কাঠামোয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে কোরিয় উপদ্বীপের উত্তেজনাময় পরিস্থিতি উপশম করবে এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ত্বরান্বিত করবে । (ছাও ইয়ান হুয়া )
|