আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ১৫ এপ্রিল পৃথক পৃথক বিবৃতিতে ন্যাটোয় যোগদানের আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছে।
এদিন আলবেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী লুলজিম বাশা ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ শেফারের কাছে পাঠানো এক পত্রে এ আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছেন। বাণীতে বাশা বলেন, ন্যাটোয় যোগ দেয়া হচ্ছে আলবেনিয়ার উন্নয়নের ইতিহাসে ও ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। আলবেনিয়া অব্যাহতভাবে তার বিভিন্ন সংস্কার তরান্বিত করবে এবং ২০০৯ সালে ন্যাটোর একটি আনুষ্ঠানিক সদস্য দেশ হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে।
ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপের একীকরণ মন্ত্রী গর্ডন জান্দ্রোকোভিচও জাপ দ্য হুপ শেফারের কাছে এ আমন্ত্রণ গ্রহণ সংক্রান্ত পত্র পাঠিয়েছেন।তিনি বলেন, ন্যাটোয় যোগদান হচ্ছে ক্রোয়েশিয়ার পররাষ্ট্র নীতির সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া সমস্যাগুলোর অন্যতম। ন্যাটোয় ক্রোয়েশিয়ার অংশগ্রহণ সংক্রান্ত আলোচনা সাফল্যের সঙ্গে শেষ হবে এবং এটি ন্যাটোর সকল সদস্য দেশের অনুমোদন পাবে বলে তিনি আস্থাবান।--ওয়াং হাইমান
|