চীনের গৃহায়ণ এবং শহর ও গ্রাম নির্মাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছি চি বলেছেন , চীনের নগরবাসীদের আবাসিক অবস্থা ক্রমে ক্রমে উন্নত হচ্ছে এবং শহরের বহুমুখী নিশ্চিতকরণের ক্ষমতাও বিরাট মাত্রায় বেড়েছে ।
১৬ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নগর ফোরাম সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে ছি চি আরো বলেন , চীনের অর্থনীতির অভূতপূর্ব বিকাশের সংগে সংগে চীনের নগরায়ন এখন দ্রুত উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে । ২০০৭ সালের শেষ নাগাদ চীনের শহরের সংখ্যা ৬৫৫টি এবং মহকুমা পর্যায়ের নগরের সংখ্যা ২০ হাজারে দাঁড়িয়েছে । নগরবাসীদের সংখ্যা এখন ৬০ কোটির কাছাকাছি এবং নগরায়নের মান প্রায় ৪৫ শতাংশ । ছি চি বলেন , দ্রুত নগরায়ন হওয়ায় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ , প্রাকৃতিক সম্পদ ও জ্বালানী সাশ্রয় এবং গণ নিরাপত্তা নিশ্চিতকরণ আগের চেয়ে আরো জরুরী হয়ে পড়েছে ।
চীনের গৃহায়ণ এবং শহর ও গ্রাম নির্মাণ মন্ত্রণালয় এবং জাতি সংঘ আবাসন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বিশ্ব নগর ফোরাম আগামী নভেম্বর মাসে দক্ষিণ চীনের নান চিংয়ে অনুষ্ঠিত হবে । তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা বসতবাড়ি , ভূমি এবং শহরের অবকাঠামোর সমস্যা নিয়ে আলোচনা করবেন ।
|