v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-16 16:44:22    
নতুন 'পুতিন যুগ' আসন্ন

cri
১৫ এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রতিনিধি সম্মেলনে বলেছেন, তিনি এই পার্টির চেয়ারম্যান এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে রাজি আছেন। বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্টের কার্যমেয়াদ শেষ হওয়ার পর পুতিনের রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব আগের চেয়ে আরো বাড়বে। 'পুতিন নীতি'-র উত্তরাধিকার আরো শক্তিশালী ও এর ধারাবাহিকতা সুনিশ্চিত হবে। নতুন আরেকটি 'পুতিন যুগ' এখন আসন্ন প্রায়।

এ দিন ইউনাইটেড রাশিয়া পার্টির নবম প্রতিনিধি সম্মেলনে পুতিনের ভাষণের পর ভোটাভুটিতে সকল প্রতিনিধি পুতিনকে পার্টির চেয়ারম্যান করার পক্ষে ভোট দেন এবং তার চার বছরব্যাপী কার্যমেয়াদ সর্বসম্মতভাবে অনুমোদন করেন। পুতিন বলেন, ৭ মে প্রেসিডেন্ট পদে তার কার্যমেয়াদ শেষে তিনি ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য তার প্রস্তাব গ্রহণ করবেন।

প্রেসিডেন্ট পদে ৮ বছরের দীর্ঘ কার্যমেয়াদ শেষে ৭ মে পুতিন মেদভেদেভের হাতে ক্ষমতা তুলে দিয়ে ক্রেমলিন ছাড়বেন। তবে এতে পুতিনের রাজনৈতিক জীবন শেষ হচ্ছে না, এমনকি তার প্রভাবও এতোটুকু ক্ষুন্ন হচ্ছে না। প্রেসিডেন্টের কার্যমেয়াদ শেষ হওয়ার পর ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান ও রাশিয়া সরকারের প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে পুতিনের রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব কমবে না, বরং আরো বাড়বে। বিশ্লেষকরা মনে করছেন, এ সব ঘটনা 'পুতিন নীতি'র ধারাবাহিকতাকে আরো সংহত হওয়ার পক্ষে কাজ করবে। 

প্রথমত, পুতিনের নেতৃত্বে ইউনাইটেড রাশিয়া পার্টি আরো শক্তভাবে 'পুতিন নীতি' অনুসরণ ও কার্যকর করবে। ২০০১ সালের ডিসেম্বর মাসে গঠিত ইউনাইটেড রাশিয়া পার্টির লক্ষ্যই হচ্ছে পুতিনকে সমর্থন এবং সমাজের সংহতি বাস্তবায়ন করা। গত বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে এই পার্টি ৪শ' ৫০টির মধ্যে ৩শ'১৫টি আসন পেয়ে রাশিয়ার বৃহত্তম পার্টি হিসেবে ক্ষমতা গ্রহণ করে। বর্তমানে এই পার্টির সদস্য সংখ্যা প্রায় ২০ লাখ। এতো শক্তিশালি একটি পার্টি পেছনে থাকায় পুতিনের প্রশাসনিক নীতি যে সুষ্ঠুভাবে এগিয়ে যাবে তা প্রায় নিশ্চিত। ইউনাইটেড রাশিয়া পার্টির প্রতিনিধি সম্মেলনে পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন যে, পার্টির দেশ সেবা নিশ্চিত করতে তিনি সাধ্যানুযায়ী ইউনাইটেড রাশিয়া পার্টির প্রভাব ও সুনাম জোরদার করবেন। পাশাপাশি ইউনাইটেড রাশিয়া পার্টি মেদভেদেভ এবং পার্টি সমর্থকদের সঙ্গে সহযোগিতা করবে।

দ্বিতীয়ত, সরকারের প্রধানমন্ত্রী হবার পর, দেশকে সত্যিকার সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য পুতিন আরো বেশি সুযোগ ও শক্তি কাজে লাগাতে পারবেন। পুতিন বলেছিলেন যে, প্রধানমন্ত্রীপদে নিযুক্ত হবার পর, তিনি দেশের প্রধান অভ্যন্তরীণ বিষয়ের ওপর বেশি মনোযোগ দেবেন। এর মধ্যে রাশিয়ার তেল অর্থনীতি রয়েছে। ৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে 'সোচি শীর্ষ বৈঠকে' পুতিন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা করবেন। সবাই জানেন যে, সত্যিকার পুনরুত্থান ও সমৃদ্ধি বাস্তবায়নের জন্য রাশিয়াকে অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো সমস্যার সমাধান করতে হবে।

তৃতীয়ত, পুতিনের দ্বৈত পরিচয় তার নীতির কার্যকরিতা আরো বেশি নিশ্চিত করবে। ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যানের মর্যাদা পুতিনকে প্রধানমন্ত্রী পদে নিজের নীতি কার্যকর করার সময় শক্তিশালি সমর্থন যোগাবে। পুতিনের ক্ষমতা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ও সরকারে তিনি নিরুংকুশ মতামত প্রকাশ করার ও সিদ্ধান্ত নেয়ার অধিকারও ভোগ করতে পারবেন। ফলে সরকার ও পার্লামেন্টের মধ্যে দ্বন্দ্ব বা মতবিরোধ হলেও তিনি সুবিধাজনক অবস্থায় থাকবেন।

বিশ্লেষকরা মনে করেন, পুতিনের ভবিষ্যত রাজনৈতিক ভাগ্য যাই হোক না কেন, 'পুতিন নীতি' অনুসরণ ও বাস্তবায়নে রাশিয়ার দীর্ঘমেয়াদী উন্নয়নে তিনি নির্ধারনী প্রভাব ফেলবেন। অর্থাত একটি নতুন 'পুতিন যুগ' অত্যাসন্ন।