লোপাজাতির মেয়ে সিয়াওহোং চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি ।
লোপা জাতি প্রধানত চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের লিনচি এলাকায় বসবাস করে । লোকসংখ্যা তিন হাজারেরও কম । সিয়াওহোং লোকসংখ্যার সবচেয়ে কম এমন সংখ্যালঘু জাতির এক মাত্র জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি । কিছুদিন আগে তিনি পেইচিংয়ে ১৪ দিনব্যাপী জাতীয় গণ কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনে অংশ নিয়েছিলেন । অধিবেশন চলাকালে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও আন্তরিক পরিবেশে তাঁর সঙ্গে কথা বলেছেন ।
প্রেসিডেন্ট হু : আপনাদের থানা থেকে জেলা নগরে যাওয়া পথটি মেরামত করা হয়েছে কি? সিয়াওহোং : হ্যাঁ, মেরামত করা হয়েছে । হু : স্কুলবয়সী ছেলেমেয়েরা থানার প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণী থেকে স্নাতক হওয়া পর্যন্ত পড়তে পারবে কি? সিয়াওহোং : পারবে । হু : গ্রামের ছেলেমেয়েরা প্রাথমিক স্কুল থেকে স্নাতক হওয়ার পর জেলা নগরে মাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারবে কি? সিয়াওহোং : পারবে । এখন স্কুলে ভর্তিহার ১০০শতাংশ । হু :জেলানগরে লেখাপড়া করলে ছেলেমেয়েরা স্কুলে থাকতে পারবে কি ? সিয়াওহোং : থাকতে পারে । সেখানকার মাধ্যমিক স্কুলে থাকার ব্যবস্থা রয়েছে । হু : স্কুলে থাকা ছাত্রছাত্রীদের দেয়া ভর্তুকি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে কি? সিয়াওহোং : হ্যাঁ বাস্তবায়িত হয়েছে । খাওয়া, থাকা ও স্কুলফিসহ তিন ক্ষেত্রের খরচ সবই মওকুফ করা হয়েছে ।
প্রেসিডেন্ট হু চিনথাওয়ের সঙ্গে সাক্ষাত করার পর সিয়াওহোং অত্যন্ত আনন্দিত ও আবেগপূর্ণ । তিনি ৪৭০ সদস্যবিশিষ্ট একটি থানার পরিচালক । তিনি দক্ষ এবং কর্মঠ নারী । জনসাধারণের অনেক জটিল সমস্যারসমাধান করতে সক্ষম হয়েছেন বলে তিনি সকলের কাছে জনপ্রিয় । ৩৩ বছর বয়সী সিয়াওহোং এনিয়ে দুবার জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হলেন । পাঁচ বছর আগে যখন তিনি প্রথমবার জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তখনকারের অনুভূতি স্মরণ করে সিয়াওহোং বলেন , আমি খুব খুশি হলাম এবং মনে করলাম, জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ । আমাকে জনসাধারণের আশার দায়িত্ব বহন করতে হবে । প্রথমবার যখন আমি অধিবেশনে ভাষণ দিচ্ছিলাম তখন খুব উত্তেজিত ছিলাম । এখন আর উত্তেজিত হই না । নিজের দায়িত্ব পালনে আমার সামর্থ্য অনেক বেড়েছে ।
সংখ্যালঘুজাতি অধ্যূষিত এলাকার প্রতি চীন সরকারের সুনজর ও সমর্থনের কল্যাণে সিয়াওহোং দু-দুবার জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন । জাতীয় গণ কংগ্রেস ব্যবস্থার নিয়ম অনুযায়ী লোকসংখ্যা নির্বিশেষে প্রতিটি সংখ্যালঘুজাতি অধ্যূষিত এলাকার যথাযথ প্রতিনিধি থাকা উচিত । তিন হাজারেরও কম লোকসংখ্যারলোপা জাতি নিজের বিশ্বাসযোগ্য প্রতিনিধি সিয়াওহোংকে নির্বাচন করেছে । গত পাঁচ বছরের প্রতিনিধি হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে নিজ জাতির স্বার্থ ও অধিকার প্রকাশ করার জন্য তিনি পূর্ণ প্রস্তুত হয়েছেন । তিনি বলেন, আমি কিছু প্রস্তুতি নিয়েছি । বিশেষ করে জনসাধারণের পক্ষে অপেক্ষকৃত অসুবিধাজনক কিছু সমস্যার জন্য প্রস্তুতি নিয়েছি । যেমন পথ নির্মাণ, স্কুলবয়সী ছেলেমেয়েদের স্কুলে ভর্তি সমস্যা সমাধানের জন্য প্রস্তুতি নেয়া ।
সিয়াওহোং স্থানীয় অবস্থা সম্পর্কে পর্যালোচনার ওপর খুব গুরুত্ব দেন । তিনি প্রায়ই থানার অধীনস্থ গ্রামগুলোতে ঘুরে বেড়ান ।স্থানীয় কৃষক ও পশুপালকদের উপযোগী রাস্তা মেরামত ও পর্যটন উন্নয়নসহ নানা সমস্যা সমাধানের চেষ্টা করতেন । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তার বেশ কয়েকটি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে । লোপাজাতি অধ্যূষিত এলাকার সর্বত্রই সড়কপথ, বিদ্যুত, টেলিফোন ব্যবস্থা চালু রয়েছে । তার থানার ১১৩টি পরিবারের মধ্যে ৯০ শতাংশ পরিবার নতুন ও পাকা বাড়িতে উঠেছেন । তিনি বলেন , আগের বাড়ি কাঠের তৈরী ছিল । অন্ধকার ও ভেজা । নতুন বাড়ি পাথরের তৈরী । শীতের সময় গরম । স্থানীয় লোকেরা কেন্দ্রীয় সরকারের কাছে খুব কৃতজ্ঞ ।
লোপা জাতির একজন হিসেবে সিয়াওহোং লোপাজাতির জীবনের পরিবর্তন অনুভব করতে পেরেছেন । তিনি বলেন, গত বছর ২৮ মে লোপাজাতির দিনব্যাপী সাংস্কৃতিক উত্সবে আমাদের তিনটি গ্রামের আয় এক লাখেরও বেশি হয়েছে । আর্থিক অবস্থা ভাল এমন কিছু পরিবার বাড়িতে পর্যটকদের আমন্ত্রণ জানায় ।
অল্প লোকসংখ্যা অধ্যুষিত এবং প্রান্ত অঞ্চলে অবস্থিত এমন সংখ্যালঘুজাতি অধ্যূষিত এলাকার অর্থনীতি উন্নয়ন চীন সরকার এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের সহযোগিতা ছাড়া হত না । এ সম্পর্কে জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির সম্পাদক চাং ছিংলি বলেন , তিব্বত অঞ্চলে লোপাজাতি সংখ্যালঘুজাতির মধ্যেও সংখ্যালঘুজাতি । আর্থিক দিক থেকে স্থানীয় সরকার তার উন্নয়নে সাহায্য করেছে । অন্যান্য জাতির চেয়ে লোপাজাতির অর্থনীতিরপ্রবৃদ্ধি সবচেয়ে দ্রুত ।
সিয়াওহোং বলেন , জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি তাঁর দ্বিতীয় কার্যমেয়াদে স্থানীয় কৃষক ও পশুপালকদের জন্য আরও বেশি কাজ করবেন ।
|