তিব্বতী জাতিকে কেন্দ্র করে জাতিগত ক্যাডাররা তিব্বতের বিভিন্ন পর্যায়ের নেতৃমন্ডলী ও ক্যাডার দলের কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছে। তিব্বতের উন্নয়ন ও নির্মাণকাজে কেউ তাঁদের স্থলাভিষিক্ত হতে পারে না।
পরিসংখ্যান অনুযায়ী, স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের বর্তমান প্রাদেশিক পর্যায়ের ক্যাডারদের মধ্যে তিব্বতী জাতি ও অন্যান্য সংখ্যালঘু জাতির ক্যাডারদের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি। তিব্বতের ৭০টিরও বেশি জেলার সরকার, গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ৬৮০টি উপজেলার পার্টির সম্পাদক ও উপজেলা প্রধানদের মধ্যে তিব্বতী জাতি ও অন্যান্য সংখ্যালঘু জাতির ক্যাডারদের সংখ্যা ৮০ শতাংশেরও বেশি।
২০০৭ সালের শেষ দিক পর্যন্ত তিব্বতে তিব্বতী জাতিকে কেন্দ্র করে সংখ্যালঘু জাতির পেশাগত প্রযুক্তিবিদদের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। এটা প্রযুক্তিবিদদের মোট সংখ্যার ৭৬ শতাংশ। (ইয়ু কুয়াং ইউয়ে)
|