চীনের সিছুয়ান প্রদেশের আবা জেলার টিসাননি মন্দিরের বৌদ্ধভিক্ষুরা ১৪ এপ্রিল জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ করেছেন। এর মধ্য দিয়ে তাঁরা পেইচিং অলিম্পিক গেমসের শান্তি কামনা করেছেন।
ইয়াংসি নদীর উচ্চ অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য টিসাননি মন্দির ১৯৮৪ সাল থেকে প্রতি বছর জাতীয় পতাকা উত্তোলণ ও বৃক্ষরোপণ করে আসছে। এ বছর পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। এক হাজার সবুজ দেবদারু গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৌদ্ধভিক্ষুদের অলিম্পিক গেমসের সাফল্যের আশা-আকাঙ্ক্ষাই প্রতিফলিত হয়েছে।
টিসাননি মন্দিরের বৌদ্ধভিক্ষুরা বলেন, অলিম্পিক গেমস হচ্ছে সকল মানবজাতির মহা সম্মিলন এবং চীনা জাতির সৌভাগ্যের বিষয়। দালাই বিচ্ছিন্নতাকারী চক্রের নিয়ন্ত্রণে অলিম্পিক গেমসের পবিত্র অগ্নির হস্তান্তর ক্ষুন্ন করার কার্যকলাপ প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে বিক্ষোভের সঞ্চার করেছে।
একই দিন সিছুয়ান প্রদেশের আবা তিব্বতী জাতি ও ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত বিভাগের অন্যান্য তিব্বতী বৌদ্ধ ধর্মীয় মন্দিরও পেইচিং অলিম্পিক গেমসের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|