সম্প্রতি তিব্বত বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা প্রযুক্তি কেন্দ্রের পরিচালক নিমা বিক্রাসশিস সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সরকারের বিরাট সহায়তায় ১৩০০ বছর পুরনো তিব্বতী ভাষা তথ্যায়নের এ যুগে উত্তরাধিকার ওসূত্রে সমৃদ্ধ হয়েছে ।
জানা গেছে, তিব্বতী ভাষা হলো চীনের সংখ্যালঘু জাতির ভাষার মধ্যে প্রথম আন্তর্জাতিক মানদন্ডসমৃদ্ধ ও বিশ্বের তথ্য হাইওয়ে সনদ প্রাপ্ত। ২০০৪ সালে তিব্বতী ভাষার সফ্টঅয়্যার নিয়ে গবেষণার কাজ শুরু হয় । বর্তমানে বিশেষজ্ঞদের পরীক্ষা নীরিক্ষায় উত্তীর্ণ হয়ে তিব্বতী ভাষা ও চীনা ভাষার তথ্য সমান্তরাল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে ।
বর্তমানে তিব্বতী ভাষার মোবাইল ফোন, কম্পিউটারে তিব্বতী ভাষার সিস্টেম, অফিস সফ্টঅয়্যার,ওয়েবসাইটের ইক্সফ্লোয়ার, তিব্বতী ভাষা, চীনা ভাষা ও ইংরেজীতে অনলাইন ব্যবহারএবং এসএমএস ফ্লাইটফর্মসহ বিভিন্ন দিক নিয়ে গবেষণা চলছে ।
(ছাও ইয়ান হুয়া)
|