চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু সোমবার পেইচিংয়ে বলেছেন , দাতব্য কাজ হচ্ছে একটি পবিত্র কাজ । বিভিন্ন স্তরের সরকারকে পরিপূর্ণভাবে তাদের পথনির্দেশক ও সমর্থনের ভূমিকা প্রসারিত করে ব্যাপক পর্যায়ে সমাজের নানা মহলের শক্তিকে সমন্বিত করতে হবে , যাতে চীনের দাতব্য কাজ আরো সুষ্ঠু ও দ্রুত বিকশিত হতে পারে ।
সোমবার ২০০৭ সালের নিখিল চীন দাতব্য পুরস্কারপ্রাপ্ত প্রতিনিধিদের সংগে এক সাক্ষাত্কারে হুই লিয়াং ইয়ু বলেন , বর্তমানে চীনে রয়েছে ৮ কোটি ৩০ লাখেরও বেশি প্রতিবন্ধী এবং জীবনযাপনের নূণ্যতম নিশ্চয়তা ভোগকারী । প্রতি বছর নানা ধরণের বিপর্যয়ের কারণে চীনে প্রায় ৮ কোটি লোকের ত্রাণ সাহায্য দরকার । হুই লিয়াং ইয়ু বিভিন্ন স্তরের সরকারকে সামাজিক চাঁদা তোলা ও চাঁদার ওপর সুবিধাজনক নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ।
হুই লিয়াং ইয়ু বলেন , দাতব্য কাজ পরিচালনার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান হিসেবে বেসামরিক প্রশাসন বিভাগগুলোকে বিভিন্ন ধরণের দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পাশাপাশি তত্ত্বাবধায়ক ব্যবস্থা সুসংহত করতে হবে , যাতে চাঁদাগুলো জনসাধারণের কল্যাণে ব্যবহৃত হতে পারে ।
|