১৫ এপ্রিল ২০০৭ চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ আন্তর্জাতিক অবদান পুরস্কার পেইচিংয়ে প্রকাশিত হয়েছে । চীন, যুক্তরাষ্ট্র, জার্মানী, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ১৬টি প্রতিষ্ঠান ও ব্যক্তিগণ এ পুরস্কার লাভ করেছেন । জানা গেছে এ পুরস্কার বিজয়ী বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান হল জার্মানীর প্রথম চীনা চিকিত্সা হাসপাতাল--টিসিএম ক্লিনিক কোয়েটজটিং চীনা চিকিত্সা হাসপাতাল, পাশ্চাত্য দেশগুলোর সরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ঐতিহ্যিক চীনা ওষুধ বিভাগ এবং চীনা ওষুধের বই ইংরেজীতে অনুবাদ করা ও শিক্ষা ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রাখা যুক্তরাষ্ট্রের ডক্টর ডেনিয়েল বেনস্কি ।
চীনা ঐতিহ্যিক ওষুধ সংক্রান্ত আন্তর্জাতিক অবদান পুরস্কার হলো বর্তমানে চীনা ওষুধ ক্ষেত্রের একমাত্র আন্তর্জাতিক পুরস্কার । চীনা ওষুধ গবেষণা, চিকিত্সা এবং চীনা চিকিত্সা ও ওষুধের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কর্মী ও সংস্থার প্রশংসার জন্য এ পুরস্কার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|