স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টায় সর্বশেষ মশালবাহক ও ওমানের অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান হাবিব আবদুলনবী মক্কিকি আল কুর্ম প্রাকৃতিক পার্কে অগ্নিভান্ডে প্রজ্বলন করেছেন । এর মধ্য দিয়ে মাস্কাটে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর সাফল্যের সংগে শেষ হয়েছে ।
মাস্কাটে মোট ৮০জন মশালবাহক প্রায় ২০ কিলোমিটার পথে তিনঘন্টা ধরে মশাল হস্তান্তার করেছেন । তারা আল বুস্তান প্রাসাদ হোটেল থেকে যাত্রা শুরু করে মাস্কাট গেট , আল আলম প্রাসাদ ও মতরাহ সোক প্রাসাদসহ নানা ধরণের দর্শনীয় স্থান পার হয়ে অবশেষে আল কুর্ম প্রাকৃতিক পার্কে পৌঁছেন । ওমানের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দশ হাজার জনতা আগেভাগে এ পার্কে সমবেত হয়ে রংবেরংয়ের পতাকা আন্দোলিত করে নেচে গেয়ে পার্কটিকে আনন্দের সাগরে পরিণত করে ।
মাস্কাট হচ্ছে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের নবম স্থান । ওমান ইতিহাসে এই প্রথমবারের মত অলিম্পিক মশালকে স্বাগত জানালো ।
|