৩১ মার্চ চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, চলতি বছর চীনের মাধ্যমিক পেশাগত স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তির সংখ্যা দাঁড়াবে ৮২ লাখে।
শিক্ষা মন্ত্রী চৌ জি বলেছেন, বর্তমান ও পরবর্তী কয়েক বছরে চীন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জোরদার করবে। চীন মাধ্যমিক পেশাগত শিক্ষা উন্নত করবে, ছাত্র-ছাত্রী ভর্তির সংখ্যা বাড়াবে এবং মাধ্যমিক পেশাগত স্কুল ও সাধারণ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার সামন্জস্যকরণ করবে।
বর্তমানে চীনের পেশাগত শিক্ষা গ্রহণকারী লোক সংখ্যার হিসেবে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে।(লিলু)
|