v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-14 20:46:01    
উ পাং কুওয়ের সঙ্গে চিলির প্রেসিডেন্ট ও সুইডেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

cri

    চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুওয়ের সঙ্গে ১৪ এপ্রিল পেইচিংয়ে পৃথক পৃথকভাবে সফররত চিলির প্রেসিডেন্ট মিশেল বাছেলেট ও সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ট সাক্ষাৎ করেছেন।

    বাছেলেটের সঙ্গে সাক্ষাত্কালে উ পাং কুও জোর দিয়ে বলেন, চীন সবসময় কৌশলগত পর্যায়ে চিলির সঙ্গে তার সম্পর্ক বিবেচনা করে। চীন চিলির সঙ্গে দু'দেশের আইন প্রণয়ন সংস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বজায় রাখা, অর্থনীতি ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিসহ নানা ক্ষেত্রের বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করতে চায়। যাতে দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন পর্যায়ে উন্নীত করা যায়।

    বাছেলেট বলেন, চিলি সরকার দু'পক্ষের পার্লামেন্ট, রাজনৈতিক পার্টি ও স্থানীয় সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদার করা, অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি, খনিজ সম্পদ, সংস্কৃতি ও পর্যটনসহ নানা ক্ষেত্রের সহযোগিতা গভীর করা এবং যৌথভাবে চিলি ও চীনের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করার উদ্যোগকে সমর্থন করে।

    রেইনফেল্টের সঙ্গে সাক্ষাত্কালে উ পাং কুও বলেন, চীনের জাতীয় গণ কংগ্রেস সুইডেনের পার্লামেন্টের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। চীন আশা করে, দু'পক্ষ উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর বজায় রাখবে, বিভিন্ন বিশেষ কমিটির মধ্যকার যোগাযোগ জোরদার করবে, অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত সমস্যাগুলো নিয়ে আন্তরিক ও গভীরভাবে মত বিনিময় করবে, পারস্পরিক সমঝোতা গভীরতর করার পাশাপাশি দু'দেশের সম্পর্কের সামাজিক ভিত্তি সুসংবদ্ধ ও সম্প্রসারণ করবে, চীন ও সুইডননের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্কের উন্নয়নের জন্য নতুন প্রাণশক্তি যুগিয়ে যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)