চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ এপ্রিল পেইচিং সফররত সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফেল্টের সঙ্গে বৈঠক করেছেন। দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের গতিধারায় দু'পক্ষ সন্তোষজনক এবং দু'পক্ষের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা গভীর করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
ওয়েন চিয়া পাও বলেন, সুইডেনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান , বিভিন্ন পর্যায়ের পরামর্শ , সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে মানবাধিকার আলোচনা ও সহযোগিতা , পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সম্পদ সাশ্রয়ের প্রযুক্তিগত সহযোগিতা জোরদার , শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ ও বাণিজ্যিক আদান-প্রদানে উত্সাহ , মানবাধিকার ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারণ, চীন ও ইউরোপের কাঠামোর সমন্বয় এগিয়ে নেয়া এবং অবাধ বাণিজ্য ও টেকসই উন্নয়ন তরান্বিত করতে চীন আগ্রহী।
ফ্রেড্রিক বলেন, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যসহ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করতে সুইডেন আগ্রহী। একই সঙ্গে দু'দেশের জ্বালানি সম্পদের সাশ্রয় ও নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করবে। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান ও তিব্বত সমস্যায় সুইডেন একচীন নীতিতে অবিচল থাকবে। তিনি পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের সাফল্য কামনা করেছেন।--ওয়াং হাইমান
|