১৪ এপ্রিল চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালক চিলির পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পেইচিংয়ে " আত্মসাত্ ও অবৈধভাবে বিদেশে পাচার করা পুরাকীর্তি বিনিময় চুক্তিতে" স্বাক্ষর করেছেন। চীন সফররত চিলির প্রেসিডেন্ট মিসেল বাছেলেট্ এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ চুক্তির লক্ষ্য হচ্ছে চীন ও চিলির পুরাকীর্তি সুরক্ষা ক্ষেত্রের দ্বিপক্ষীয় সহযোগিতাকে জোরদার করা। এর মাধ্যমে আত্মসাত্ ও অবৈধভাবে বিদেশে পাচার করা পুরাকীর্তিসহ বিভিন্ন অপরাধমূলক তত্পরতা দমন এবং মানবাধিকার সংক্রান্ত সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা করা সম্ভব হবে।
জানা গেছে, বর্তমানে পেরু, ইতালি, ভারত , ফিলিপাইন এবং গ্রিসের সঙ্গে চীনের এ ধরণের চুক্তি রয়েছে ।--ওয়াং হাইমান
|