চীন সফররত থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী নোপ্পাদোন পাট্টামা ১৪ এপ্রিল পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, " একচীন নীতিতে" থাইল্যান্ড অবিচল থাকবে এবং ২৯তম পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করে।
এদিন চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, তিব্বত ও তাইওয়ান সমস্যা হচ্ছে চীনের অভ্যন্তরীণ ব্যাপার । তিব্বতসহ এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করার জন্য চীন সরকার যে ব্যবস্থা নেবে থাইল্যান্ড তা সমর্থন করবে।
১৯ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় পেইচিং অলিম্পিক গেমসের মশাল স্থানান্তরের তত্পরতা সম্পর্কে তিনি বলেন, এ তত্পরতার ওপর থাইল্যান্ড সরকারের বিশেষভাবে গুরুত্ব দেয়। মশাল হস্তান্তরের প্রক্রিয়া নিরাপদ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য থাইল্যান্ড প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।--ওয়াং হাইমান
|