চীনের কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়ে ছাও আন ১৪ এপ্রিল বলেছেন, চীন পেইচিং অলিম্পিক গেমসের জন্যে যথেষ্ট পরিমান নিরাপদ কৃষিজাত দ্রব্য ও খাদ্যবস্তু সরবরাহ করতে পারবে।
দক্ষিণ চীনের হাং চৌ শহরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট এক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য চীন সরকার কৃষিজাত দ্রব্যের গুণগতমান তত্ত্বাবধান কাজ আরো জোরদার করেছে, মানদন্ড অনুযায়ী উত্পাদন জোরদার করেছে এবং সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছে। এ পর্যন্ত চীন সরকার আন্তর্জাতিক খাদ্য আইন অনুযায়ী, কৃষিজাত দ্রব্য ও খাদ্যবস্তুর নিরাপত্তা সম্পর্কিত ১৮০০টিরও বেশি জাতীয় ও ২৯০০টিরও বেশি বিভিন্ন পেশাগত মানদন্ড প্রকাশিত হয়েছে।(লিলু)
|