১০৩তম চীনা আমদানি-রফতানি পণ্য মেলা আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণ চীনের কুয়াং চৌয়ে অনুষ্ঠিত হবে । এটি হবে ইতিহাসের বৃহত্তম কুয়াং চৌ পণ্য মেলা ।
কুয়াং চৌ পণ্য মেলার মুখপাত্র জানিয়েছেন , বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের ১৮ হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে । ৫ শ'রও বেশি বিদেশী শিল্পপ্রতিষ্ঠান এ মেলার আমদানি প্রদর্শনীতে যোগ দেবে । তাছাড়া ফ্রান্স , যুক্তরাষ্ট্র , জার্মানী ও জাপানের দশ বারোটি বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান এ মেলা থেকে কিছু পণ্য কিনবে ।
সাধারণত কুয়াং চৌ পণ্য মেলা চীনের বাণিজ্যের ব্যারোমিটার বলে বিবেচিত হয় ।
|