|
 |
(GMT+08:00)
2008-04-14 14:48:45
|
আব্বাস-ওলমার্ট রুদ্ধদ্বার বৈঠক
cri
১৩ এপ্রিল জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে । এক সপ্তাহের এটি ছিল দু'পক্ষের দ্বিতীয় বৈঠক । ইসরাইলের প্রধানমন্ত্রির কার্যালয়য় এই বৈঠকের বিষয়বস্তু ও ফলাফল সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। হারেজ পত্রিকায় ফিলিস্তিনের প্রধান আলোচকের উদৃদ্ধি দিয়ে বলা হয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ-বিরতি বাস্তবায়নের জন্য মিসর মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে । আব্বাস আশা করেন এই প্রস্তাব ওলমার্টের অনুমোদন পাবে , কিন্তু ওলমার্ট এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি । একজন ইসরাইলী কর্মকর্তা বলেন, এবারের বৈঠকের উদ্দেশ্য ছিল আব্বাসের যুক্তরাষ্ট্র সফরের আগে ফিলিস্তিন -ইসরাইল শান্তি বৈঠকের কিছুটা পুনবিন্যাস করা।
|
|
|