|
 |
(GMT+08:00)
2008-04-14 14:25:52
|
উন্নত দেশগুলোকে জরুরী খাদ্যর সহায়তা দেওয়ার আহ্বান
cri
১৩ এপ্রিল বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যৌথ উন্নয়ন কমিশন উন্নত দেশগুলোর প্রতি খাদ্য দাম বৃদ্ধির কারণে সংকটে পড়া দেশগুলোকে জরুরী সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছে । এ দিন ওয়াশিংটনে এই কশিনের বসন্ত অধিবেশন শেষ হওয়ার পর প্রকাশিত এক ইস্তাহারে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য ও জ্বালানির দাম ব্যাপক বেড়ে যাওয়ায় অনেক মানুষ দুর্ভাগে পড়েছে। ইস্তাহারে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবাট জোয়েল্লিক উত্থাপিত " বিশ্বজুড়ে খাদ্য নীতি সম্পর্কিত নতুন প্রস্তাবকে" স্বাগত জানানো হয়। এই প্রস্তাবে বলা হয়েছে , উন্নয়নশীল দেশে জরুরী খাদ্য সহায়তা দেওয়া , আগামী দীর্ঘ সময়ের মধ্যে এসব উন্নয়নশীল দেশকে তাদের খাদ্য উত্পাদনের সামর্থ্য বাড়ানোর চেষ্টা চালানো ।এর সঙ্গে সঙ্গে ইস্তাহারে বলা হয়, খাদ্য ও জ্বালানি সম্পদের দাম বৃদ্ধিতে সংকটে পড়া সংশ্লিষ্ট দেশগুলোকে প্রশিক্ষণ দেওয়া ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রস্তুতি নেওয়া উচিত।
|
|
|