|
|
(GMT+08:00)
2008-04-14 11:04:56
|
কেনিয়া যৌথ সরকার গঠিত
cri
কেনিয়ার প্রেসিডেন্ট মুয়াই কিবাকি ১৩ এপ্রিল জানিয়েছেন, তাঁর নেতৃতাধীন পার্টি অফ নেশন ইউনিট ও রাইলা আমেলো ওডিংগার নেতৃতাধীন " অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট " এর যৌথ সরকার গঠনের অনুষ্ঠান ঘোষণা দিয়েছেন ।তিনি জানান, রাইলা ওডিংগাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে । তিনি মন্ত্রণালয়গুলোর ওপর পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন । তা ছাড়া, পাটি অফ নেশন ইউনিট মনোনীত উহুরু কেনইয়াত্তা ও " অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট মনোনীত মুসালিয়া মুদাভাদিকে উপ প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে । ক্ষমতা ভাগাভাগির সমঝোতা অনুয়ায়ী দুই পার্টির সদস্যরা বিভিন্ন মন্ত্রীর পদ পেয়েছেন । ১০ এপ্রিল প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফ্রিংয়ে কিবাকি বলেন, ব্যাপক আলাপ আলোচনার পর এ যৌথ সরকার গঠিত হয়েছে ।
|
|
|