শনিবার চীনের হাইনান প্রদেশের পোও আও এশিয় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন বিদেশী নেতা তাদের ভাষণে চীন সরকারের অনুসৃত বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বে দেশ শাসনের প্রশংসা করেছেন এবং চীনের সুষ্ঠু ও দ্রুত উন্নয়নের উচ্চ মূল্যায়ন করেছেন ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড বলেন , জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্যে চীন এখন সীমিত হারে বনাঞ্চলের গাছ কাটা এবং বনাঞ্চলের অবনতি রোধের ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে । চীন বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের আলোকে আর্থ-সামাজিক বিকাশ ঘটাচ্ছে । তিনি বলেন , আমাদেরকে এ তত্ত্বের পরিচালনায় জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে ।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেন , চীন ও এশিয়ার অন্যান্য অর্থনৈতিক গোষ্ঠীর দ্রুত উন্নয়ন ইতোমধ্যে বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে ।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসা বলেন , চীনের বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন যেমন স্বদেশের জনগণের জন্যে কল্যাণকর , তেমনি অন্য উন্নয়নশীল দেশগুলোকেও দারুণভাবে অনুপ্রাণিত করেছে এবং এ অঞ্চলের জন্যে এনে দিয়েছে সংস্কারের আশা ।
|