v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-12 17:51:37    
চীন বিরোধী মার্কিন প্রস্তাব সত্যের অপলাপ ইউরোপীয় প্রস্তাব অলিম্পিক সনদের লঙ্খন

cri

    চীনের জাতীয় গণ কংগ্রেসের বৈদেশিক কমিটির দায়িত্বশীল একজন কর্মকর্তা ১২ এপ্রিল এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তিব্বতের ওপর চীন বিরোধী প্রস্তাব এবং ইউরোপীয় পার্লামেন্টে তিব্বত সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের ঘটনায় চীন ভীষণ ক্ষুব্ধ এবং এর তীব্র বিরোধিতা করে। চীন মনে করে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রস্তাব সত্যকে বিকৃত করেছে এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব 'অলিম্পিক সনদ' এর লঙ্ঘন।

    ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রস্তাব সত্যের বিকৃতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রতি চরম অবজ্ঞা। তারা চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার কর্তৃক আইনানুসারে লাসার গুরুতর সহিংস অপরাধ নিয়ন্ত্রণে আনার ঘটনার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ এনেছে যা চীনের অভ্যন্তরীন বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। এটা চীনা জনগণের অনুভূতিকে গুরুতরভাবে আহত করেছে। চীন প্রতিনিধি পরিষদের সংশ্লিষ্ট সদস্যদের সত্যকে সম্মান করা, রাজনৈতিক পক্ষপাত ও দ্বৈত নীতি পরিহার করা, আন্তর্জাতিক সম্পর্কের রীতিনীতিকে মর্যাদা দেওয়া, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চীন জনগণের অনুভূতিকে আঘাত দেওয়া বন্ধ করা এবং চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিনষ্টকারী ভুল কার্যকলাপ বন্ধ করার অনুরোধ জানায় ।

    তিনি আরো বলেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণ করেছে। এটা যে কেবল চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ তা নয়, বরং প্রকাশ্যে 'অলিম্পিক সনদ' লঙ্ঘন। চীন অলিম্পিক গেমস ও তথাকথিত 'তিব্বত সমস্যার' সঙ্গে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের তীব্র বিরোধিতা করে। চীন দাবি জানায় যে, ইউরোপীয় পার্লামেন্ট দু'পক্ষের সম্পর্কের কথা বিবেচনা করে সত্যকে সম্মান করবে, একপেশে চিন্তাধারা বাদ দিয়ে ন্যায্য ও বাস্তব অবস্থান গ্রহণ করবে, দালাই চক্র ভুল সঙ্কেত দেবে না এবং 'তিব্বত স্বাধীনতা' পন্থীদের সহিংস অপরাধ তত্পরতায় উস্কানি দেবে না। (ইয়ু কুয়াং ইউয়ে)