চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১২ এপ্রিল বলেছেন, তিব্বত সমস্যা পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রীয় সরকার ও দালাই চক্রের যে সংঘাত সেটি কোনো জাতিগত, ধর্মীয়, এমনকি মানবাধিকার সমস্যা নয়। সেটা হচ্ছে দেশকে বিভক্ত করা অথবা জাতীয় ঐক্য রক্ষার সমস্যা।
সান ইয়া শহরে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাডের সঙ্গে সাক্ষাৎকালে হু চিন থাও এ কথা বলেন।
চীনের তিব্বতের লাসাসহ নানা অঞ্চলে সংঘটিত সহিংস অপরাধ সম্পর্কে হু চিন থাও জোর দিয়ে বলেন, এসব ঘটনা কোনো মতেই কারো তথাকথিত 'শান্তিপূর্ণ বিক্ষোভ' বা 'অহিংস কার্যকলাপ' নয়, বরং নগ্ন সহিংস অপরাধ। গুরুতর মানবাধিকার লঙ্ঘন, সামাজিক শৃঙ্খলা তছনছ করা, জনসাধারণের জানমালের নিরাপত্তা বিপন্ন করার গুরুতর সহিংস অপরাধমূলক কর্মকান্ড দেখে কোনো দায়িত্বশীল সরকার চুপচাপ বসে থাকতে পারে না।
হু চিন থাও জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ও দালাইয়ের মধ্যে সংলাপের দ্বার খোলা আছে। দু'পক্ষের মধ্যে যোগাযোগ ও সংলাপের ক্ষেত্রে আমাদের দিক থেকে কোনো বাধা নেই, বরং তা রয়েছে দালাইয়ের দিকে। যদি দালাইয়ের আলোচনার সদিচ্ছা থাকে, তাহলে বাস্তব তা করে দেখানো উচিত। দালাই দেশকে বিচ্ছিন্ন করা, সহিংসতা উস্কে দেওয়া এবং পেইচিং অলিম্পিক গেমসে অন্তর্ঘাতমূলক তত্পরতা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমরা যে কোনো সময় তার সঙ্গে যোগাযোগ ও আলোচনা করতে ইচ্ছুক।
কেভিন রাড বলেন, অস্ট্রেলিয়া তিব্বত ও তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বর পূর্ণ স্বীকৃতি দেয়। অস্ট্রেলিয়া যে এক চীন নীতিতে বিশ্বাস করে তার পরিবর্তন হবে না। তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|