তিব্বতেএখনও বেশির ভাগ অধিবাসী তিব্বতী জাতিভুক্ত । ১০ এপ্রিল প্রকাশিত সিনহুয়া বার্তা সংস্থার একটি ভাষ্যে এ কথা জানানো হয়েছে । ভাষ্যে বলা হয়েছে , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত তিব্বতী জাতির জনসংখ্যা ২৫ লাখেরও বেশি । তা তিব্বতের মোট জনসংখ্যার ৯৫.৩ শতাংশ । তিব্বতী জাতি এখনও তিব্বতের বৃহত্তম জাতি । ভাষ্যে আরো বলা হয় , দালাই আন্তর্জাতিক অঙ্গনে তিব্বতে তিব্বতীরা মুষ্টিমেয় এবং সেখানে হান জাতির জনসংখ্যা প্রতি বছর বিপুল পরিমাণে বাড়ছে বলে যে অপপ্রচার চালিয়েছেন , তার কোনো ভিত্তি নেই । চীনের সংখ্যালঘু জাতির স্বশাসন ব্যবস্থা পরিচালনায় তিব্বতী জাতি তিব্বতের বৃহত্তম জাতি হিসেবে থাকবে । (থান ইয়াও খাং)
|