|
 |
(GMT+08:00)
2008-04-11 19:57:22
|
 |
জুলাই মাসের পর ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সাময়িকভাবে বন্ধ থাকবেঃ
cri
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বাধিনায়ক ডেভিড হাওয়েল পেট্রাউসের প্রস্তাব অনুযায়ী সেখান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সাময়িকভাবে স্থগিত থাকবে । মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ১০ এপ্রিল একটি টেলিভিশন বক্তৃতায় এ কথা বলেছেন । তিনি বলেন , গত বছর সাম্প্রদায়িক সংঘর্ষ কমানো , নিরাপত্তা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং সন্ত্রাসীদের ওপর আঘাত হানার জন্য ইরাকে আরো বেশি সৈন্য পাঠানো হয়েছে । ফলে সেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবন্ধতা দূর করা গেছে । কিন্তু তিনি সংগে সংগে স্বীকার করেন যে , ইরাক এখনও কঠোর ও জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । তিনি বলেন , প্রতিরক্ষা মন্ত্রী , পররাষ্ট্র মন্ত্রী এবং সেনাবাহিনীর স্টাফ প্রধানের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে তিনি পেট্রাউসের প্রস্তাব অনুযায়ী জুলাই মাসের শেষ নাগাদ গত বছর পাঠানো ৫ ব্রিগেড সৈন্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন । এর পর পেট্রাউস নিরাপত্তা ক্ষেত্রে সৈন্য প্রত্যাহারের প্রভাব পর্যালোচনা করে আরো বেশি সৈন্য প্রত্যাহার নিয়ে প্রস্তাব পেশ করবেন ।(থান)
|
|
|