২০১০ সালে চীনে আসা পর্যটকদের সংখ্যা প্রতিবছর ৬.৮ শতাংশ বাড়বে বলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পর্যটন সমিতি পূর্বাভাস দিয়েছে ।
১০ এপ্রিল চীনের চেং চৌ শহরে অনুষ্ঠিত " বিশ্ব পর্যটন শহর সংক্রান্ত মেয়র ফোরাম--২০০৮" -এ এশিয়া ও প্রশান্ত পর্যটনসমিতির উপপ্রধান মাইকেল ইয়েটস বলেন, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত চীনে আসা পর্যটকদের বার্ষিক বৃদ্ধি হার ৮ শতাংশ। তিনি বলেন, আগামী তিন বছরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পর্যটকদের বার্ষিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালে এশিয়া ও প্রশান্ত অঞ্চলে আসা পর্যটকদেরসংখ্যা হবে ৫০ কোটি।--ওয়াং হাইমান
|